শুক্রবার, ০৪ আগস্ট, ২০১৭, ০৪:০২:৫১

সানি লিওনের মেয়েকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করল অ্যাডপশন এজেন্সি

সানি লিওনের মেয়েকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করল অ্যাডপশন এজেন্সি

বিনোদন ডেস্ক: বর্ণবৈষম্যের শিকার হয়েছে সানি নিওনের মেয়ে!সানি লিওনের মেয়েকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করল অ্যাডপশন এজেন্সি।  গায়ের রং কৃষ্ণাঙ্গ, স্রেফ এই কারণেই ওকে দত্তক নিতে অস্বীকার করা হয়েছে বারবার।

একবার কিংবা দুবার নয়, কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে এগারো বার প্রত্যাখ্যাত হয়েছে সানি লিওনের মেয়ে নিশা কৌর। এতদিন সামনে না আসলেও সানি লিওন নিশাকে দত্তক নেওয়ার পর এই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসে অ্যাডপশন এজেন্সি 'সিএআরএ' (সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স এজেন্সি)।

যদিও সানি লিওন এবং তাঁর স্বামী ড্যানিয়েলের কাছে নিশার গায়ের রং কিংবা মেডিক্যাল টেস্ট কোনও কিছুই কোনও রকম প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি।

সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স এজেন্সি জানিয়েছে, "(নিশা কৌর) দত্তক নেওয়ার আগে সানি লিওন এবং তাঁর পরিবার একবারের জন্যও ওর গায়ের রং নিয়ে ভাবেনি। এমনকি ওর জন্ম ইতিহাস নিয়েও কোনও রকম ভাবনা সানি লিওনের মনে আসেনি। এই সব প্রতিবন্ধকতাকে কার্যত নক আউট করে আনন্দ সহযোগেই ওকে দত্তক নিয়েছেন সানি"।-জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে