শুক্রবার, ০৪ আগস্ট, ২০১৭, ০৮:০১:০০

ভিডিওতে আবেদনময়ী কুসুম শিকদার, ঝড় তুলেছেন ইউটিউবে

ভিডিওতে আবেদনময়ী কুসুম শিকদার, ঝড় তুলেছেন ইউটিউবে

বিনোদন ডেস্ক : নাটক এবং সিনেমায় নিয়মিত দেখা যায় অভিনেত্রী কুসুম শিকদারকে। তার অভিনীত সিনেমা ‘শঙ্খচিল’ দুই বাংলায় জনপ্রিয়তা পেয়েছিল। অভিনয়ের বাইরেও আরও প্রতিভা রয়েছে তার। গান আর লেখালেখিতেও বেশ দক্ষ তিনি।

যার প্রমাণ মেলে ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত তার কবিতার বই ‘নীল ক্যাফের কবি’তে। গত পহেলা বৈশাখ উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন একটি গান গেয়েছিলেন কুসুম শিকদার। গানটির শিরোনাম ‘নেশা’। ওই সময়ই জানিয়েছিলেন এ গানটির মিউজিক ভিডিও নিয়ে হাজির হবেন তিনি।

বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে 'নেশা' গানের ভিডিওটি। সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েছেন কুসুম ভক্তরা। এর পেছনে অবশ্য কারণও রয়েছে।

গানটিতে আবেদনময়ী হিসেবে নিজেকে হাজির করেছেন কুসুম। এমনভাবে কুসুম শিকদারকে কখনও তার ভক্তরা দেখেননি। মাত্র একদিনেই গানটি দেখা হয়েছে ১ লাখ ৩৯ হাজারেরও বেশিবার।

এটা তার নতুন একটি একক গান। মিউজিক ভিডিওতে কুসুমের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন সুজন। শুভ্র খানের পরিচালনায় এ গানের শুটিংয়ে ডিওপি হিসেবে ছিলেন রাজু রাজ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে