শুক্রবার, ০৪ আগস্ট, ২০১৭, ১০:৪৪:২৪

হঠাৎ নিজের নামটাই পরিবর্তন করে ফেললেন মিমি! কারণ কী জানেন?

হঠাৎ নিজের নামটাই পরিবর্তন করে ফেললেন মিমি! কারণ কী জানেন?

বিনোদন ডেস্ক: জানতেন বদলেছে মিমির নাম? কিন্তু এতো সুন্দর নামের পরিবর্তে কি নাম বাছলেন তিনি? কাব্যিয়া সিনহা নামটা ইতিমধ্যেই সকলের জানা। আর সেই নাম কে এতটাই গুরুত্ব দিয়েছেন মিমি যে টুইটারে নিজের নাম বদলে রাখলেন কাব্যিয়া সিনহা।

এই চরিত্র টা নিয়ে বার বার তিনি বলে এসেছেন যে ভীষণই গুরুত্বপূর্ণ একটা চরিত্র প্লে করতে চলেছেন তিনি। প্রথমবার এরম অফবিট ছবিতে কাজ করছেন মিমি। ছবির চরিত্র একজন অভিনেতা বা অভিনেত্রীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই চরিত্রের সাথে এমন ভাবে মিশে গেছেন তিনি যে নামটাই বদলে দিলেন।

কাব্যিয়া সিনহা আর কেউ নয় এক ধর্ষণ-খুন মামলায় অভিযুক্ত আসামীর আইনজীবী।  সেই আসামীর নাম ধনঞ্জয়।  প্রায় ১৩ বছর পরে উঠে আসা এই নামটা এখনও যেন টাটকা সকলের মনে৷ যার ফাঁসি নিয়ে তৈরি হয়েছিল চরম বিতর্ক।  সেই ধনঞ্জয়ের আইনজীবী হিসেবেই দেখা যাবে টলি কুইন মিমিকে।  

এই প্রথম অন্যধরনের একটি চরিত্রে দেখা যাবে মিমিকে।  বরাবরই তাঁকে কমার্শিয়াল ছবিতেই বেশি দেখা গিয়েছে।  তবে ‘পোস্ত’ ছবিতে তাঁর অভিনয় অন্যভাবে দাগ কেটে গিয়েছে সিনেমাপ্রেমীদের মনে৷ আর এবার বাস্তব কাহিনি নিয়েই তৈরি হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ছবি ‘ধনঞ্জয়’।  

আর সেই ছবিতেই নতুন লুকে পাওয়া যাবে মিমিকে।হেতাল পারেখকে ধর্ষণ ও হত্যার জন্য ১৯৯০ সালের ১ জুলাই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়। ধনঞ্জয় একজন নিরাপত্তা রক্ষী ছিল।  মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ১৫ অগাস্ট।  

২০০৪ সালের প্রথম দিকে, ১৪ বছরের কারাদণ্ড এবং এবং অবশেষে ফাঁসির নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।  এই গল্পের উপর ভিত্তি করেই অরিন্দম শীলের পরবর্তী ছবি তৈরি হচ্ছে। একেবারে গোয়েন্দা ছবির বাইরে গিয়ে অন্য রকম ভাবনাকে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলবেন অরিন্দম শীল।

ছবির সুরকার বিক্রম ঘোষ।  দিল্লি, মুম্বই, বাঁকুড়াসহ কলকাতার বিভিন্ন জায়গায় চলবে ছবির শ্যুটিং।  এরকম নেগেটিভ চরিত্রে অভিনয় করতে ভীষণই ভাল লাগে অনির্বাণের।  বাস্তবে তো আর নেগেটিভ হয়ে ওঠা হয়না তাই সিনেমায় নেগেটিভিটি টাকে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, এমনটাই জানালেন অনির্বাণ।  সব ঠিক থাকলে, ১১ ই অগাস্ট মুক্তি পাবে ছবিটি।-কলকাতা২৪।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে