বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান । রাখীর এই শুভদিন তাঁর কাছেও খুব স্পেশাল। রাখীর দিনে তিনি প্রত্যেক বছর অপেক্ষা করে থাকেন বিশেষ এক ব্যক্তির কাছ থেকে উইশ পাওয়ার জন্য।
জানেন, প্রতি বছর কার উইশের জন্য অপেক্ষা করেন শাহরুখ খান? নামটা শুনলে আপনিও চমকে যাবেন। প্রত্যেক বছর বিশেষ এক ব্যক্তির কাছ থেকে রাখীর উইশ পান বলিউড সুপারস্টার শাহরুখ খান । আর সেই উইশের জন্যই তিনি অপেক্ষা করে থাকেন।
সেই বিশেষ ব্যক্তি আর কেউ নন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নামটা শুনেই চমকে গেলেন নিশ্চয়ই? এই প্রসঙ্গে বলিউড বাদশা শাহরুখ খান বললেন, ‘প্রত্যেক বছর রাখীর দিনে আমি একটা বিশেষ উইশের জন্য অপেক্ষা করে থাকি। রাখীর দিনে দিদি আমাকে উইশ করবেনই। এবছরও তেমনই।’-জিনিউজ
এমটিনিউজ২৪/এম.জে