সোমবার, ০৭ আগস্ট, ২০১৭, ০৩:৩৮:৫০

বন্ধ হয়ে যাচ্ছে কপিল শর্মা শো? সত্যিটা জেনে নিন...

বন্ধ হয়ে যাচ্ছে কপিল শর্মা শো? সত্যিটা জেনে নিন...

বিনোদন ডেস্ক: টিআরপি-র তালিকায় একসময় বেশ উঁচুতে ছিল দ্য কপিল শর্মা শো । কিছুদিন আগে শো-য়ের অন্যতম সদস্য সুনীল গ্রোভারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন কমেডিয়ান কপিল শর্মা । তার পর থেকেই অনুষ্ঠানটির টিআরপিতে পতন ঘটে।

শোনা যাচ্ছে এবার নাকি বন্ধই হয়ে যেতে চলেছে দ্য কপিল শর্মা শো । সত্যিই কি ? জানা গিয়েছে, পুরোপুরি বন্ধ নয়, কয়েকদিন পর নতুন ভাবে আসতে চলেছে দ্য কপিল শর্মা শো। বেশ কিছু পরিবর্তন হবে শোটিতে।

এই প্রসঙ্গে সূত্রের খবর, শো-য়ের সঙ্গে জড়িত এক ব্যক্তি জানিয়েছেন, কপিল শর্মার বিতর্ক, সুনীল গ্রোভার, আলি আসগরের শো ছেড়ে চলে যাওয়া, ভারতী সিং এবং চন্দন প্রভাকরের রিএন্ট্রি কোনও বড় কারণ নয়। আসলে দ্য কপিল শর্মা শো নতুন ভাবে আসা প্রয়োজন। অর্থাত্‌, সাময়িকভাবে বন্ধ হলেও কিছুদিনের মধ্যেই নতুনভাবে আসতে চলেছে দ্য কপিল শর্মা শো ।-জি নিউজ

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে