সোমবার, ০৭ আগস্ট, ২০১৭, ০৭:২৯:৪১

মিউমিউকে ভালোবাসেন জ্যাকুলিন- জানেন নতুন এই মিউমিউ কে?

মিউমিউকে ভালোবাসেন জ্যাকুলিন- জানেন নতুন এই মিউমিউ কে?

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজকে। তবে আজকাল বিশেষ প্রেম সঙ্গীর সঙ্গে তার পদচারণা বেড়েছে অনলাইন দুনিয়ায়। সেই বিশেষ প্রেম সঙ্গীর নাম 'মিউমিউ'।
 
জ্যাকুলিনের বিশেষ প্রেম। এতক্ষণে নিশ্চয়ই ভাবছেন 'মিউমিউ' আবার কে? আসলে 'মিউমিউ' হচ্ছে জ্যাকলিনের পোষা বিড়াল। এই মিউমিউকে নাকি এখন সবচেয়ে বেশি ভালোবাসেন জ্যাকুলিন।
 
সম্প্রতি জ্যাকুলিন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রিয় মিউমিউের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, মিউমিউ নাকি এদিন তার ফটোসেশনে বিন্দুমাত্র খুশি ছিল না, আর সেটা তার মুখ দেখেই বেশ বোঝা ‌যাচ্ছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে