বুধবার, ০৯ আগস্ট, ২০১৭, ১২:৩২:১২

আর্থিক সাহায্য চাওয়া সংবাদের কোনো সত্যতা নেই : শিল্পী জব্বারের স্ত্রী

আর্থিক সাহায্য চাওয়া সংবাদের কোনো সত্যতা নেই : শিল্পী জব্বারের স্ত্রী

বিনোদন ডেস্ক : একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বঙ্গবন্ধু স্বর্ণপদক, জহির রায়হান চলচ্চিত্র পুরস্কারসহ অগণিত পুরস্কার পাওয়া স্বাধীন বাংলা বেতারের কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার গত আড়াই মাস থেকে কিডনি বিকল, হার্টের বাল্ব নষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১ জুলাই থেকে আইসিইউতে রেখে তাকে হেমো ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। খরচও বহন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ কিংবদন্তী এই শিল্পীকে নিয়ে ইন্টারনেটে কিছু সংবাদ ভাইরাল হচ্ছে।

তিনি নাকি বলেছেন, আমি যদি জাতি গঠনের সংগ্রামে গান গেয়ে কোনো ভূমিকা রেখেই থাকি তবে, ১৬ কোটি বাঙালি এক টাকা করে সাহায্য দিক। তাতে আমার সুচিকিৎসা হবে। আমার দেহে স্থাপিত হবে দু’টি কিডনি। তখন নিশ্চয়ই আমি বেঁচে যাব।

এ কথার কতটুকু সত্যতা রয়েছে - এ বিষয়ে জানতে চাইলে আব্দুল জব্বারের স্ত্রী শাহিন জব্বার বলেন, এই সংবাদের কোনো সত্যতা নেই। উনাকে হেয় করার জন্যই এগুলো বলা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা, একজন জাতীয় শিল্পী কখনো এভাবে ছোট হতে পারে না। বরং আইসিইউতে আমার স্বামী আমার কাছে বলেছেন, তুমি দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলো।

শাহিন জব্বার বলেন, ‘উনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি ধন্যবাদ দিও। উনি আমার জন্য অনেক করেছেন। তিনিও যেন দোয়া করেন। বঙ্গবন্ধু মেডিক্যালের পক্ষে আমার স্বামীর জন্য অনেক কিছুই করা হচ্ছে। উনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খান জানান, কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিএসএমএমইউ-র সিনিয়র চিকিৎসকদের সমন্বয়ে গত শনিবার তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। যখন যা লাগছে তার ব্যবস্থা করছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।’

অধ্যাপক কামরুল হাসান খান বলেন, সারা পৃথিবীতে যা চিকিৎসা এখানেই তাই দেওয়া হচ্ছে। তাছাড়া তার যদি কিডনি বদলানোরও প্রয়োজন হয় সে ব্যবস্থাও এখানে রয়েছে।  

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে