রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৫:১৯:১৬

টালিউডের সেই জুটি এখন বলিউডে

টালিউডের সেই জুটি এখন বলিউডে

বিনোদন ডেস্ক : টালিউড পাড়ার দর্শকদের মন জয় করে এবার বলিউডের পথে যাত্রা শুরু করেছেন টালিউডের দুই তারকা জুটি। ‘ইয়ারা সিলি সিলি’ সিনেমাটির মাধ্যমেই তাদের বলিউডের পথ চলা শুরু হয়। পরিচালক সুভাষ সেহগলের রোম্যান্টিক ড্রামা ‘ইয়ারা সিলি সিলি’-তে তাদের দু’জনকে দেখা যাবে বেশ রোমান্টিক মুডে। আর এই জুটি হলেন পরমব্রত চট্টোপাধ্যায়-পাওলি দাম। এই ছবিতে আরো রয়েছেন বিদ্যা মলভদেও। ‘ইয়ারা সিলি সিলি’-র দ্বিতীয় ট্রেলর মুক্তির পর থেকেই বলিউড মহলে চর্চা শুরু হয়েছে ছবিটিকে নিয়ে। এ বার মুক্তি পেল ছবির গান ‘বেহকি’। ‘ইয়ারা সিলি সিলি’-র মিউজিক দিয়েছেন অঙ্কিত তিওয়ারি। ‘বেহকি’ গানটি গেয়েছেন মেহক সুরি ও শদাব ফরিদি। আগামী ৬ নভেম্বর মুক্তি পাবে ছবি। ০১লা নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে