রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ১০:২২:৩৮

টেলর সুইফটের বিরুদ্ধে গান চুরির মামলা

টেলর সুইফটের বিরুদ্ধে গান চুরির মামলা

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় পপ গায়িকা টেলর সুইফটের বিরুদ্ধে গানের সুর চুরির অভিযোগে মামলা হয়েছে। টেলর তার জনপ্রিয় 'শেইক ইট অফ' গানটির সুর চুরি করেন বলে অভিযোগে বলা হয়। জেসি ব্রাহাম নামে একজন সুরকার মামলাটি করেন। মামলায় এই গায়িকার কাছ থেকে ৪২ মিলিয়ন ডলার চাওয়া হয়েছে। এমনকি পরবর্তীতে গানটি রিলিজ হলে তাতে ওই সুরকারের নাম যুক্ত করার কথাও বলা হয়েছে। জেসি ব্রাহাম ২০১৩ সালে 'হেটারস গন হেইট' নামে একটি গান লিখেছিলেন। আর এই গানটির সুর টেলর তার হিট 'শেইক ইট অফ' গানে ব্যবহার করেছেন বলে অভিযোগ। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত টেলরের প্রতিনিধির কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য : চলতি বছরে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে টেলর সুইফটের ‘নাইন্টিন এইটি নাইন’। গত বছর ২৭ অক্টোবর প্রকাশিত এ অ্যালবামটি এ পর্যন্ত বিক্রি হয়েছে ৩.৬৬ মিলিয়ন কপি। তালিকায় দ্বিতীয় নম্বরে আছে ডিজনি এনিমেটেড ছবি ‘ফ্রোজেন’- এর গানের অ্যালবাম। এটি বিক্রি হয়েছে ৩.৫৩ মিলিয়ন কপি। ২০০৯ সালেও সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবাম শিল্পী ছিলেন সুইফট। ওইবার তার ‘ফিয়ারলেস’ বিক্রি হয়েছিল ৩.২২ মিলিয়ন কপি। ১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে