হিজাব পরে আমি অন্যরকম অনুভূতি পেয়েছি : অমুসলিম অভিনেত্রী
বিনোদন ডেস্ক : মুসলিম ধর্মে নারীদের হিজাব পরার প্রথা রয়েছে। অবশ্য আজকাল অনেক মুসলিম নারীই হিজাব পরেন না। অথচ জার্মান অমুসলিম অভিনেত্রী মাথায় হিজাব পরে অন্যরকম এক অনুভূতি পেয়েছেন! নিজের মুখেই তা স্বীকার করেছেন।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, জার্মানের ওই অমুসলিম অভিনেত্রী একটি সিনেমায় মুসলিম নারীর চরিত্রে অভিনয়কালে মাথায় হিজাব পরেন। হিজাব পরার পর হতে তিনি এক অন্যরকম অনুভূতি পাচ্ছেন।
মাথায় হিজাব পরা অভিনয় প্রসঙ্গে ওই অভিনেত্রী বলেন, আমি প্রথমবারের মতো হিজাব ব্যবহার করি। এতে আমার ভেতরে অন্যরকম এক অনুভূতি কাজ করেছে। আমি বেশ স্বস্তিবোধ করেছি। কোনো রকম জড়তা অনুভব করিনি আমি।
জার্মানের ২৫ বছর বয়সী অভিনেত্রীর নাম চেলিক। শুধু অভিনয় নয়, তিনি সহকারী পরিচালক হিসেবেও কাজ করে থাকেন। এ পর্যন্ত অভিনেত্রী চেলিক ৪টি সিনেমা এবং বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন।
হিজাব পরা নিয়ে চেলিক বলেন, আমি যখন স্কার্ফ পরে আয়নায় আমার চেহারা দেখলাম, আমার ভেতরে অন্যরকম এক অনুভূতি কাজ করেছে। আমি নিজেকে দেখার পর বেশ আশ্চর্য হয়েছি।
ওই সিনেমাটিতে ‘সোডা’ নামে উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া এক মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করেন চেলিক। ওই তরুণীর জন্ম হয় একটি ধর্মনিরপেক্ষ পরিবারে।
চরিত্র প্রসঙ্গে চেলিক বলেন, ওই মেয়েকে একজন দায়িত্বশীল মুসলিম হিসেবে দেখানো হয়েছে। আসলে আমাকে একজন বুদ্ধিমতী মেয়ের চরিত্রে অভিনয় করতে হয়েছে, যা কিনা নিষ্ঠার সঙ্গে ধর্ম-কর্ম পালন করে ও বিশ্বাস করে সম্প্রীতি রক্ষার।
ওই সিনেমায় চেলিকের সঙ্গে পরিচয় হয় এক বখাটে যুবকের, যার কাজ টাকার বিনিময়ে সমাজের শান্তি বিনষ্ট করা। তবে এক সময় চেলিকের প্রেরণায় সে পথ ছেড়ে দেয়। এ সিনেমায় একটি মুসলিম মেয়ের নানা সমস্যা ফুটিয়ে তুলেছেন চেলিক।
উল্লেখ্য, ইউরোপে ফ্রান্সের পরই জার্মান দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। দেশটির কৃষ্টি-কালচার অনেক কিছুই ফুটে উঠে চলচ্চিত্রে।
১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�