রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ১১:৫০:০৯

পিছিয়ে গেল ‘কৃষ্ণপক্ষ’ মুক্তির তারিখ

পিছিয়ে গেল ‘কৃষ্ণপক্ষ’ মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক : নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। ছবিটি আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি দেয়ার কথা। আর এটি নির্মাণের ঘোষণা আসল সেপ্টেম্বরের শেষ নাগাদ। অর্থাৎ, মাত্র ৪০ দিনে সব কাজ শেষ হবে। তার পর মুক্তি পাবে। সব কিছুই ঠিকঠাক ছিলো। কিন্তু বাঁধ সাধলো ছবির মুল চরিত্র রিয়াজের অসুস্থ্যতা। আপাতত রিয়াজের অসুস্থতাসহ নানা কারণে সিনেমাটির শুটিং এখনো বাকি। আর তাই পিছিয়ে গেল মাহি-রিয়াজ অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার মুক্তির তারিখ। মূলত ছবিটির নায়ক জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের হঠাৎ অসুস্থতার কারণেই ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে নেওয়া হচ্ছে। এমনিতে এরইমধ্যে ছবিটির শুটিং ও ডাবিং এর প্রায় ৮০ ভাগ কাজ শেষ। কিন্তু বাকি ২০ ভাগে চিত্রনায়ক রিয়াজের অংশই বেশি থাকায় ‘কৃষ্ণপক্ষ’ ছবির মুক্তির নির্দিষ্ট তারিখ থেকে পিছিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে আরও জানা গেছে রিয়াজ সুস্থ হয়ে না উঠা পর্যন্ত আপাতত ছবিটির শুটিং এর কাজ বন্ধ থাকবে। তবে ছবির অন্যান্য কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে যাতে করে রিয়াজ সুস্থ হয়ে উঠলেই শুটিং সম্পন্ন করে ছবিটি মুক্তি দেওয়া যায়। তবে নির্ধারিত দিনে ছবি মুক্তি না পেলেও চালু হবে ‌‘কৃষ্ণপক্ষ’র ওয়েবসাইট। প্রকাশ হবে ‘‌মেকিং অব কৃষ্ণপক্ষ’। ‌‘কৃষ্ণপক্ষ’র শুটিং শুরু হয় ২ অক্টোবর। ১৯ অক্টোবর হঠাৎ করেই শুটিংস্পটে হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। হৃদপিণ্ডে চারটি ব্লক ধরা পড়লে জরুরি অস্ত্রোপচার করে একটি ব্লকে রিং পরানো হয়। ২৪ অক্টোবর দুপুরে তিনি বাসায় ফিরেন। সিনেমাটি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া সম্পর্কে পরিচালক শাওন বলেন, ‘দেশে এবং দেশের বাইরের কারো জানতে বাকি নেই যে, রিয়াজ ভাই অসুস্থ। হার্ট অ্যাটাকের ওপর তো মানুষের হাত নেই। বিষয়টি এমন নয় যে, ছবিটা আর হচ্ছে না। আর ব্যাপাটি এমনও নয় যে, রিয়াজ ভাইও আর কখনো অভিনয় করতে পারবেন না। আমার বিশ্বাস, দর্শক এই ব্যাপারগুলো অবশ্যই বুঝবেন। আমি মনে করি, আমাদের দর্শকেরা অত্যন্ত বুঝমান। শিগগিরই তাদের অপেক্ষার অবসান ঘটবে।’ মেহের আফরোজ শাওন পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্ম ও মেহের আফরোজ শাওনের যৌথ প্রযোজনায় নির্মাণ শুরু হওয়া এই ছবিটিতে মাহি ও রিয়াজ ছাড়াও আরও অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। ১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে