সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৫:১২:২০

‘ধর্মনিরপেক্ষ না হওয়াই ঘৃণ্যতম অপরাধ’

‘ধর্মনিরপেক্ষ না হওয়াই ঘৃণ্যতম অপরাধ’

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের জন্মদিনে বিশ্বজোড়া ফ্যানরা যখন রয়েছেন সেলিব্রেশন মুডে, ঠিক তখনই এই কিং খান চিন্তিত দেশজুড়ে ক্রমাগত বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড বাদশাহ জানালেন, ‘দেশে এখন অসহিষ্ণুতা চরম পর্যায়ে পৌঁছেছে’। সাম্প্রতিক অতীতে এই অসহিষ্ণুতা নিয়ে বার বার সরব হয়েছেন শিল্পী ও সাহিত্যিকরা। কেউ কেউ ফিরিয়ে দিয়েছেন তাদের পুরস্কার। কেউ আবার তা নিয়ে সমালোচনাও করেছেন। বিভাজনের রাজনীতি রুখতে গিয়ে শিল্পীমহলেই পড়েছে বিভাজনের ছায়া। প্রথমসারির অনেক শিল্পীই এই বিষয়ে সরব হলেও, এতদিন এ বিষয়ে মুখ খোলেননি বলিউডের তিন খানের কেউই। ভারতীয় সিনেমার পরিমণ্ডলে সুপারস্টার হিসেবে তাদের মতামতের প্রভাব যে অনেকখানি, সে কথা জানেন তারাও। তাই এবার অসহিষ্ণুতা নিয়ে সরব হলেন শাহরুখ। তিনি জানালেন, দেশে অসহিষ্ণুতা এখন চরমে পৌঁছেছে। তার মতে, দেশপ্রেমিক হিসেবে ধর্মনিরপেক্ষ না হওয়াই এ দেশে সবথেকে ঘৃণ্য ‘ক্রাইম’৷ বহু শিল্পী-সাহিত্যিক-পরিচালক-বিজ্ঞানীরা তাদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন এই ইস্যুতে। শাহরুখ নিজে যদিও এখনও কোনও পুরস্কার ফেরত দেননি, তবে তিনি জানিয়েছেন, পুরস্কার ফিরিয়ে দেওয়ার প্রয়াস নিঃসন্দেহে সৎ ও আন্তরিক। অনেক কিছু বলার থাকলেও ‘স্টার’ হয়ে তিনি বলতে পারেননি বলেও স্বীকার করেন। তিনি বলেন, ‘বাক স্বাধীনতা নিয়ে অনেকে কথা বলেন। এখন আমার বাড়ির সামনে এসে অনেকে পাথর ছোঁড়েন। আমাকে তাহলে তাদের পাশেও দাঁড়াতে হয়’। তবে দেশের এই পরিস্থিতিতে নিজের সুপারস্টারডম মাথায় নিয়েও অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললেন তিনি। ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে