সোমবার, ২১ আগস্ট, ২০১৭, ০৬:১৭:৫০

শরীর দেখানোর জন্য বিশাল অঙ্কের টাকা দাবী এই নায়িকা

শরীর দেখানোর জন্য বিশাল অঙ্কের টাকা দাবী এই নায়িকা

বিনোদন ডেস্ক : বাহুবলী খ্যাত প্রভাসের সঙ্গে বড় বাজেটের সিনেমা সাহু-তে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। এই সিনেমায় প্রভাসের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। তামিল, তেলুগুর পাশাপাশি হিন্দি ভাষাতেও সিনেমাটি তৈরি হবে। এবং মালয়ালম ভাষাতে সিনেমাটি ডাবিং হবে বলে জানা গিয়েছে।

তবে এই সিনেমায় শ্রদ্ধা কাপুরকে রাজি করানো সহজ ছিল না। তার সম্মতি পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অনেকগুলি অন্য কাজে শ্রদ্ধা ব্যস্ত ছিলেন। হ্যাঁ বলতে অনেকদিন সময় নিয়েছেন। শেষমেষ প্রভাসের বিপরীতে কাজ করবেন বলে রাজি হয়েছেন।

সিনেমার পরিচালক সুজিতের সিনেমার বাজেট ১৫০ কোটি টাকা। এই সিনেমার জন্য শ্রদ্ধা কাপুর প্রথমে ৪ কোটি টাকার বিশাল অঙ্ক দাবি করেছিলেন বলে খবর। আর সিনেমায় অনেক দৃশ্যে কম জামাকাপড় পরতে হবে বলে আরও বেশি টাকা দাবি করেছেন শ্রদ্ধা। বলেছেন অতিরিক্ত তিন কোটি টাকা তাকে দিতে হবে। তবে প্রযোজকেরা শ্রদ্ধাকে এত টাকা দিতে রাজি হবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

তবে, স্বল্প-বসনা হয়ে শরীর প্রদর্শনের জন্য বেশি টাকা ছাড়া না করতে শ্রদ্ধাও নাছোড়বান্দা। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও সাহু সিনেমায় রয়েছেন অভিনেতা নীল নিতিন মুকেশ। ফলে ফের একবার ব্লকবাস্টার সিনেমা দিয়ে দর্শকদের মাতাতে চলেছেন প্রভাস। এমনটাই মনে করা হচ্ছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে