এবার ঘোষণা দিয়েই নকল ছবি নির্মাণে দেবাশীষ
বিনোদন ডেস্ক : নির্মাতা দেবাশীষ বিশ্বাস তার ক্যারিয়ারে নির্মাণ করেছিলেন তিনিটি সিনেমা। আর ওই নিতটি সিনেমাই ছিলো ভারতীয় চলচ্চিত্রের নকল। যার ফলে তিনি তীব্রভাবে নিন্দিত হয়েছেন। তবে দেবাশিষ নকল সিনেমা তৈরি নিয়ে কখনো জবাবদিহি করেননি। বরং, এক পরিচালকের সিনেমার নিন্দা করতে গিয়ে তিনি জানিয়েছিলেন, চলচ্চিত্র তার বাপ-দাদার সম্পত্তি। যা ইচ্ছা করতে পারেন। এদিকে আবারো সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এই নির্মাতা। তবে এবারও একই ধারায়। মানে ভারতীয় সেনাম নকল। তবে তিনি প্রচারণার কৌশল হিসেবে, প্রথমবারের মতো ঘোষণা দিয়ে তামিল ছবির অনুকরণ করছেন। তিনি জানান, অন্যদের মতো চুরি করে কিছু করার ইচ্ছা নেই তার। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘হিম্মতওয়ালা’র অনুকরণে তৈরি হবে তার নতুন ছবি ‘হিরোগিরি’। এরইমধ্যে চিত্রনাট্যের কাজও প্রায় শেষ করেছেন তিনি। ৪ নভেম্বর ইমন সাহার সঙ্গীতে কুমার বিশ্বজিৎ ও আঁখি আলমগীরের কণ্ঠে একটি গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ছবির কাজ শুরু হবে। এ প্রসঙ্গে দেবাশীষ জানিয়েছেন, ‘আমি ঘোষণা দিয়েই তামিল ছবির অনুকরণ করছি। এখানে লুকোচুরির কিছু নেই। গল্পের কপিরাইট নিয়েই কাজ করব। অন্যদের মতো চুরি করে কিছু করার ইচ্ছা নেই। এতে দর্শকরা বিভ্রান্ত হন।’ এদিকে ছবিটি তামিল বলা হলেও ১৯৮৩ সালের ‘হিম্মতওয়ালা’ আসলে হিন্দি সিনেমা। যা ১৯৮১ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমার রিমেক। দুটি সিনেমাই হিট। অন্যদিকে, ‘হিম্মতওয়ালা’ নামেই ২০১৩ সালে সিনেমাটির আরো একটি রিমেক করেন সাজিদ খান। কিন্তু শোচনীয়ভাবে ফ্লপ হয়। বলা হয়ে থাকে, অজয় দেবগন অভিনীত সবচেয়ে বাজে সিনেমা ‘হিম্মতওয়ালা’। এদিকে দেবাশীষের ‘হিরোগিরি’তে নায়ক হিসেবে দেখা যাবে ঢাকাই সিনেমার কিং শাকিব খানকে। তবে শাকিবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে বেশ কয়েকবার সিনেমার ঘোষণা দেন দেবাশীষ। পরে কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন