মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ০৯:৪৪:৫১

'আমার জীবনে প্রথম শিল্পী হিসেবে রাজ্জাক ভাইকে দেখেছি '

'আমার জীবনে প্রথম শিল্পী হিসেবে রাজ্জাক ভাইকে দেখেছি '

বিনোদন ডেস্ক : আমার ঢাকায় থাকা মূলত চলচ্চিত্রে কারণে। আমি যখন ৫ম শ্রেণীতে পড়ি তখন আমি ঢাকায় আসি। আমি এই জন্য ঢাকাতে থাকি যে আমার এখানে থাকলে আমি চলিচ্চিত্র দেখতে পারবো। তখন আমার বাসার শিক্ষক যিনি ছিলেন তার বন্ধু ছিলেন হচ্ছে রাজ্জাক ভাই। আমি এক দিন পড়তে আমার সারের বাসায় যাই। তখন দেখি রাজ্জাক ভাই সারের বাসায় বেড়াতে এসেছেন। সেদিন তাকে দেখে আমার মনে হয়েছে আমি যেন স্বপ্ন দেখছি।

সোমবার রাত্রে চ্যানেল আইয়ের আজকের সংবাপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

তিনি আরো বলেন, সেদিনই আমি রাজ্জাক ভাইকে বলেছিলাম। ভাইয়া আপনাদের তো অভিনয় করার সময় ছোট ছেলেদের প্রয়োজন হয়। তখন কি আমাকে একটু নেয়া যায় না। তখন তিনি আমাকে বলেছিলেন আচ্ছা দেখছি তোমার জন্য কিছু করা যায় কি না। একজন শিল্পীর সাথে এটাই ছিলো আমার জীবনের প্রথম দেখা। এর আগে আমি কোন শিল্পীকে সামনাসামনি দেখি নি।

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, অভিযান নামক একটি ছবিতে আমি রাজ্জাক ভাইয়ের সাথে কাজ করি। সেই ছবিতে তিনি নিজেই নায়ক ছিলেন। সেই ছবির সুটিংটাই সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আমি সেই ছবিতে বাংলাদেশের প্রকৃতি রূপ দেখেছি। আমি যদি সেই ছবিটি না করতাম তাহলে হয়তো আমি বাংলাদেশকে চিনতামই না।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে