সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৬:০৬:৩৫

পরিচালক সমিতির কাছে বাবুর নামে নালিশ

পরিচালক সমিতির কাছে বাবুর নামে নালিশ

বিনোদন ডেস্ক : নকল চিত্রনাট্য লেখার কারণে সমালোচিত হয়ে আসছেন অনেক আগে থেকেই। সেই সমালোচনার আগুনে ঘি ঢাললেন তিনি নিজেই। সম্প্রতি একটি অনলাইন পোর্টালেকে দেওয়া একটি সাক্ষাৎকারে আব্দুল্লাহ জহির বাবু মন্তব্য করেন ‘বাংলাদেশের প্রথম ছবি থেকে শুরু করে সব ছবিই নকল’।এমন মন্তব্যে নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে চলছে সর্বত্র। এরই ধারাবাহিকতায় পরিচালক সমিতিতে আব্দুল্লাহ জহির বাবুর বিরুদ্ধে পাঠানো হলো অভিযোগপত্র। আর এ অভিযোগ লিপি পাঠিয়েছেন স্বয়ং আব্দুল্লাহ জহির বাবার তিন সহকারি পরিচালক। জহির বাবুর বাবা জহিরুল হক ছিলেন স্বনামধন্য পরিচালক। এই পরিচালকের তিন সহযোগি দেওয়ান নাজমুল, রেজা হাসমত, সারোয়ার হোসেন ৩১ অক্টোবর দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে অভিযোগপত্রটি পেশ করেন। পরিচালক সমিতিরি সাধারণ সম্পাদক বরাবর লেখা অভিযোগপত্রে তারা আব্দুল্লাহ জহির বাবুর এমন মন্তেব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন।-প্রিয়.কম ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে