মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ১০:২৯:২১

‘আয় মা, কাছে এসে বোস, কতদিন পর তোকে দেখলাম’

‘আয় মা, কাছে এসে বোস, কতদিন পর তোকে দেখলাম’

বিনোদন ডেস্ক : মারা গেছেন নায়করাজ রাজ্জাক। খবরটি মুহূর্তের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ে। তবে বেশিরভাগ মানুষই সন্দেহ প্রকাশ করেন এটি সত্যি নাকি মিথ্যে কোনো গুজব। বিশ্বাস করতে চাননি ঢাকাই ছবির দর্শকনন্দিনী নায়িকা শাবনূরও।

কল রিসিভ করে পরিচয় দিতেই বলে উঠলেন, খবরটা কী সত্যি? রাজ্জাক আংকেল নেই? জবাবে হ্যাঁ বলতেই যেন আৎকে উঠলেন। বলে চললেন, ‌‘চলচ্চিত্রে আমি অনিয়মিত হওয়ায় অনেকেই মন খারাপ করতেন। তাদের মধ্যে রাজ্জাক আংকেল ছিলেন অন্যতম। গেল বছরের আগেরবার তার জন্মদিনে দেখা হয়েছিলো। আমরা তার বাসায় গিয়েছিলাম। কতো দুষ্টামি করেছিলাম। আমাকে দেখেই হাত বাড়িয়ে বললেন, ‘আয় মা, কাছে এসে বোস। কতদিন পর তোকে দেখলাম।’

শাবনূর বলে যান, ‘খবরটি শুনে এখনো বিশ্বাস করতে পারছি না। আগে যেমন উনার মৃত্যুর খবর ছড়িয়ে তা গুজবে পরিণত হয়েছে এবারেও যদি এমনটা হতো, খুব ভালো হতো। রাজ্জাক আংকেল ছিলেন আমার বাবার মতো। শুধু আমার নয়, চলচ্চিত্রের প্রতিটি মানুষ তাকে বাবার মতো শ্রদ্ধা করতেন। তার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারবো কী আমরা? এত স্মৃতি ভুলবো কেমন করে! কতো কথা মনে পড়ছে।’

স্মৃতিচারণ করে শাবনূর বলেন, ‘তার সঙ্গে কাজ করা মানেই দারুণ এক অভিজ্ঞতা। সময়ের প্রতি তিনি ছিলেন দারুণ শৃঙ্খলাবদ্ধ। তার কাছ থেকে প্রতিনিয়ত শিখেছি। আমি কিছুতেই মানতে পারছি না তিনি আর নেই।’

বেশ কয়েকদিন ধরে অসুস্থ শাবনূর। কোথাও যাচ্ছেন না। ঘরে বসেই কাটছে দিন। তারমধ্যে প্রিয়জন হারানোর এই শোকে তিনি কাতর। শাবনূর জানান, রাতেই নায়করাজের বাসায় যাবেন তিনি।

নায়করাজের ইন্তেকালে ফেসবুকে তারকাদের তাৎক্ষনিক শোক প্রকাশ, দেখে নিন প্রতিক্রিয়ায় কে কি লিখল

বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ নায়করাজ রাজ্জাক ইন্তেকাল করেছেন। ২১ আগস্ট সন্ধ্যা ৬টার পরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই শোক সংবাদে শোকার্ত অভিনয় অঙ্গনেরা শিল্পীরা। তারা তাদের তাৎক্ষনিক শোক প্রকাশ করছেন সামাজিক গণমাধ্যম ফেসবুকে। যেমন-

মোস্তফা সরয়ার ফারুকী তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন,

একটা যুগকে আপনি টেনে নিয়ে গেছেন। এখনো চোখে লেগে আছে ছোট বেলায় দেখা “ছুটির ঘন্টা”! বিদায়, রাজ্জাক সাহেব।

চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন,

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক স্যার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

প্রিন্স মাহমুদ পোস্ট করেছেন,

হে নায়ক রাজ …

কে তুমি ? প্রজন্ম কি জানে ?

তোমার পরে কাউকে গুণতে হলে ১ এর পর সমস্তটাই খালি, কিচ্ছু দেখা যায় না

১০১ থেকে শুরু করা যেতে পারে।

কিং লিয়ার,গড-ফাদারকে

আমাদের মতো করে,

কেউ ভাবেনি কখনো, কেন?

যখন তুমি ৫০র পরে

অথচ রবার্ট ডি নিরো, মার্র্লোন ব্রান্ডো যে সময়ে আসেন অন্য মাত্রায়,

উৎপল দত্ত, উত্তম অমিতাভ কে নিয়ে ভাবে ওদের পরবর্তী প্রজন্ম।

তোমায় নিয়ে একটা নায়ক বা জলসাঘর হয়নি কেন?

তবে কি এখানে কেউ ছিলোনা?

অথবা সময় ছিলোনা সময়ের মতো।

প্রশ্নটা রইলো,

উত্তর তোমাকেই দিতে হবে এমন নয়।

তবে এ কথা সত্যি তুমি শুধু নিজের নও,

নও তোমার পরিবারের, হে সম্রাট-

হে সাদা-কালোয় সম্পূর্ণ রঙিন ‘পাগলা রাজা’ আমাদের।

তুমি ‘রংবাজ’, তুমি ‘বেইমান’,

‘বাদী থেকে বেগম’ কে ভাসাও ‘অনন্ত প্রেমে’।

হল থেকে বের হওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত থেকে যাওয়া ভাবনায়-

তুমিই ‘প্রতিনিধি’,

ভেতর- বাহির সমস্ত সত্ত্বায়।

ফিরে ফিরে আসো,

উন্মাতাল স্বপ্ন বেচাকেনার দিনগুলিতে ‘জীবন থেকে নেয়া’ কলমে-

‘আলোর মিছিলে’ একদম সামনের দিকে ।

সৌভাগ্যের বরপুত্র এক…

কে তুমি ? প্রজন্ম কি জানে ?

আহ, সেই দৃশ্য কাচ বোতল হাতে ‘এই পথে পথে’

উপমহাদেশীয় রথী মহারথীদের কতো আগেই করেছিলে এন্টীহিরো !!

সেই রুপালী পাথর চোখ, রূপালী পর্দায়,

বিস্ময় বিপর্যস্ত উপাখ্যানে,

‘মানুষ যদি মোরে নাই বলও বেঈমান বলও বেঈমান’।

নতজানু ,হতবাক,

আহ সেই কৈশোর, সেই গান-

সেই সাদা-কালো রূপালী পর্দায়।

তুমি হিমালয়, দণ্ডায়মাণ এভারেস্ট শৃঙ্গ

তুমি শুরু, তুমিই শেষ।

তুমি অররা, প্যারিক্যুটিন আগ্নেয়গিরি

ভিক্টোরিয়া জলপ্রপাত, তুমিই দেশ ।

প্রজন্ম কি জানে ?

সেই বেহুলারা এখনো ভাষায় ভেলা-

লখিন্দর তোমার জন্য, তোমারই জন্য।

প্রজন্ম কি জানে ?

তোমার পরে কাউকে গুণতে হলে ১ এর পর সমস্তটাই খালি, কিচ্ছু দেখা যায় না

১০১ থেকে শুরু করা যেতে পারে …

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন,

কিংবদন্তির মৃত্যু নেই।

অনন্ত জলিল লিখেছেন,

রাজ্জাক আঙ্কেল আর আমাদের মাঝে নেই । চলে গেছেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। কিছু মানুষের মৃত্যু হয় অমর হয়ে থাকার জন্য । নায়ক রাজ্জাক আঙ্কেল তেমনি একজন। মহান আল্লাহতায়ালা উনাকে বেহেস্ত নসিব করুন- আমিন। আমাদেরকে প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। মনে করতে হবে আজকের নামাজই শেষ নামায, আজকের দিনই শেষ দিন। আর প্রতিদিন মৃত্যুকে স্বরণ করতে হবে।

নাট্য নির্মাতা রেদওয়ান রনি লিখেছেন,

বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল ইতিহাস হয়ে তিনি বেঁচে থাকবেন সবার মাঝে। শান্তিতে ঘুমান নায়ক রাজ।

অভিনেতা রওনক হাসান লিখেছেন,

নায়ক রাজ রাজ্জাক । বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ । তিনি আজ সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তিনি তাঁর কর্মে আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। মহানায়ক এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। অভিনয় শিল্পী সংঘ

মেহজাবিন চৌধুরী লিখেছেন,

রেস্ট ইন পিস।

অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম লিখেছেন,

রেস্ট ইন পিস, নায়করাজ রাজ্জাক।

অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন

নায়করাজ রাজ্জাক আর নেই, বাংলাদেশের চলচ্চিত্রের সব থেকে উজ্জ্বল নক্ষত্রের বিদায়।

অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন,

নায়করাজ রাজ্জাক, আপনি থাকবেন আমাদের মাঝে।

জায়েদ খান লিখেছেন,

আমরা শোকাহত।

অভিনেতা সাজু খাদেম লিখেছেন,

কিংবদন্তির মৃত্যু নেই….

অভিনেতা ইরেশ জাকের লিখেছেন,

রেস্ট ইন পিস নায়করাজ।

নীরব হাসান নিজের প্রোফাইল পিকচার কালো করে ফেলে লিখেছেন,

মহানায়ক নায়ক রাজ রাজ্জাক।

অভিনেত্রী বন্যা মির্জা লিখেছেন,

নায়ক রাজ রাজ্জাক, তিনি আর নেই আমাদের মাঝে। প্রার্থনা তাঁর জন্য। জান্নাতবাসী হোন । নীল আকাশের নীচে আমারা রাস্তা চলি একা।

অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন,

মে আল্লাহ রেস্ট হিম ইন পিস। আমিন।

মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন,

ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। ভালো থাকবেন নায়ক রাজ।

দেবাশিষ বিশ্বাস লিখেছন,

চলে গেলেন ‘নায়করাজ’!
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে