মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ১০:৩৫:০৮

‘রাজ্জাক না থাকলে পাকিস্তান আমলে বাংলা চলচ্চিত্র টিকতো না’

‘রাজ্জাক না থাকলে পাকিস্তান আমলে বাংলা চলচ্চিত্র টিকতো না’

বিনোদন ডেস্ক : নায়ক রাজ্জাক না থাকলে চলচ্চিত্রে থাকতে পারতেন না বলে মন্তব্য করেছেন বাংলা সিনেমার স্বনামধন্য চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। কিংবদন্তী এ নায়কের মৃত্যুর খবর শোনার পর সন্ধ্যায় সময় সংবাদের কাছে এমন মন্তব্য করেন তিনি। রাজ্জাক না থাকলে তৎকালীন পূর্ব পাকিস্তানের চলচ্চিত্রও টিকে থাকতে পারতো না বলে মনে করেন বর্ষীয়ান এ পরিচালক।

ঝন্টু বলেন, ‘রাজ্জাক ভাই ছিলো বলে আজ আমি দেলোয়ার জাহান ঝন্টু চলচ্চিত্রে আছি। উনি না থাকলে পাকিস্তান আমলে বাংলা চলচ্চিত্র মনে হয় টিকে থাকতে পারতো না। চলচ্চিত্র যতদিন বেচে থাকবে রাজ্জাক ভাইয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

সোমবার সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নায়ক রাজ রাজ্জাক। বেশ কয়েক বছর ধরে নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশ কিছু জটিলতায় ভুগছিলেন তিনি। বাসায় কার্ডিয়াক অ্যারেস্টের পর ৫টা ২০ মিনিটে হাসপাতালে আনা হয় নায়ক রাজ রাজ্জাককে। প্রায় ১ ঘন্টা পর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে