মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ১২:০১:২২

নায়করাজের মৃত্যুতে তিন দিনের শুটিং বাতিল

নায়করাজের মৃত্যুতে তিন দিনের শুটিং বাতিল

বিনোদন ডেস্ক : নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তিন দিনের শুটিং বাতিল করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। নায়করাজের মৃত্যুসংবাদ পাওয়ার পরই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এ কর্ম বিরতি ঘোষণা করে।

গতকাল সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে উপস্থিত হয়ে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এ ঘোষণা দেন। তিনি বলেন, 'বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় এ তারকার মৃত্যু চলচ্চিত্রের জন্য বিশাল ধাক্কা। তার সম্মানে আমরা তিন দিন শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। '

এদিকে নায়করাজের মৃত্যুতে শোকের বন্যা বইছে চলচ্চিত্রাঙ্গনে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শেষবারের মতো নায়করাজকে দেখতে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান চিত্রনায়ক আলমগীর, গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়িকা অঞ্জনা, ওমর সানি-মৌসুমী, ফেরদৌস, শাকিব খান, জায়েদ খান, সাইমনসহ আরও অনেকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চিত্রনায়ক রাজ্জাক দীর্ঘদিন ধরেই হৃদরোগসহ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, উচ্চ রক্তচাপ ও উচ্চমাত্রার ডায়াবেটিসে রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে