মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ০৭:১৯:১৫

'বাবার ওপর কষ্ট রাখবেন না'

'বাবার ওপর কষ্ট রাখবেন না'

বিনোদন ডেস্ক: নায়করাজ রাজ্জাকের মরদেহ মঙ্গলবার বেলা ১১টায় এফডিসিতে আনা হয়। জানাজায় অংশ নিতে ও একনজর দেখতে সেখানে ভিড় করেন দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজার আগে বাবার জন্য দোয়া চেয়েছেন নায়করাজের বড় ছেলে বাপ্পারাজ।

বাপ্পারাজ বলেন, আপনারা আমার বাবাকে সম্মান করেন, ভালোবাসেন আমি জানি। বাবা যেন বেহেস্ত লাভ করেন এজন্য আপনাদের কাছে বড় ছেলে হিসেবে পরিবারের পক্ষ থেকে সবার কাছে জন্য দোয়া চাইলাম। বাবার ওপর আপনারা কোনো কষ্ট, অভিমান রাখবেন না। তিনি জীবনের পুরোটা সময় আপনাদের সঙ্গে কাজ করেছেন। অনেক ভুলভ্রান্তি হতে পারে। ক্ষমা করে দেবেন।

তিনি আরও বলেন, যদি কারো সঙ্গে কোনো লেনদেন থেকে থাকে, তাহলে আমার বা আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তা অবশ্যই পরিশোধ করে দেবো।

এছাড়াও সুশৃঙ্খল আয়োজনে নায়করাজকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাপ্পারাজ। তিনি এফডিসির কর্তৃপক্ষসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়ক রাজ রাজ্জাক। বাবার মৃত্যুতে দারুণভাবে শোকাহত সন্তানেরা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে