মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ০৭:৪৭:৩৪

আপনাদের বাবা মারা গেলে কি প্রতিক্রিয়া দিতে পারতেন: আলমগীর

আপনাদের বাবা মারা গেলে কি প্রতিক্রিয়া দিতে পারতেন: আলমগীর

বিনোদন ডেস্ক: কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই ।  আর কখনো 'নীল আকাশে নিচে আমি' কিংবা 'শুধু গান দিয়ে পরিচয়' নিয়ে আসবেনা এই কিংবদন্তি অভিনেতা।  চলচ্চিত্র পরিবারের সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।  ক্ষণজন্মা এই মহাতারকা আজ সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন।  হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার এই মৃত্যুতে চলচিত্র পাড়ায় যেন নেমে এসেছে শোকের ছায়া। এদিকে সোমবার নায়করাজের মৃত্যুর খবর পাওয়ার পরপরই হাসপাতালে হাজির হন চিত্রনায়ক আলমগীর।  গতকাল হাসপাতালে আসলে নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে আলমগীরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে অনেকটাই রেগে গিয়ে বলেন, "আপনাদের বাবা মারা গেলে কি প্রতিক্রিয়া দিতে পারতেন, আমিও পারিনা"

এরপর সেখান থেকে চলে যান তিনি।এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ চলোচিট্রো শিলপি সমিতি রজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশের জন্য তিন দিনের জন্য সব ধরনের গুলি ছোড়া এবং জনপ্রিয় সিনেমা হল 'মোধুমিতা' আজ বন্ধ থাকবে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে