বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ০৪:৫১:৫০

তিন তালাক নিয়ে অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়া

তিন তালাক নিয়ে অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক : তিন তালাক নিয়ে সাবধানী প্রতিক্রিয়া অমিতাভ বচ্চনের। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বলার কোনও জায়গা নেই। দেশের আইনের সঙ্গে তর্ক করার কোনও জায়গাও নেই, বলেও মন্তব্য করেছেন তিনি।

কৌন বনেগা ক্রোড়পতির অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিগ বি।

সমাজে মহিলারা বিভিন্ন বাধার সম্মুখীন হন বলে জানিয়েছেন অমিতাভ বচ্চন। দেশের বিভিন্ন জায়গায় মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হয় না। বিয়ে দেওয়ার অর্থ জমাতে গিয়েই ওই সমস্ত মেয়েদের পড়াশোনা রুখে দেওয়া হয় বলেও মন্তব্য করেছেন অমিতাভ বচ্চন।

সমাজে মহিলাদের নানা রকম নিয়মনীতির মধ্যে থাকতে হয়। অনেক সময় অনেক ক্ষেত্রে তাদের নিজেদের কোনও অধিকার থাকে না। শুধু তাই নয়, নিজেদের অধিকারের জন্য মহিলারা যখন লড়াই করেন, তখন সেই লড়াই তাকে প্রেরণা যোগায় বলেও মন্তব্য করেন বিগ বি।

বচ্চন বলেছেন, যখন তিনি পিঙ্ক-এর মতো সিনেমা করেন, তখন দ্বিতীয়বারের জন্যও চিন্তা করেন না। কেননা প্রত্যেকটা দিনেই মহিলারা সমস্যায় পড়েন। বিশেষ করে দেশের কম বয়সী মহিলারা সমস্যায় পড়েন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য এবং তাদের গল্প শোনার জন্য তিনি, জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালে অংশ নেন বলে জানিয়েছেন বিগ বি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে