বলিউডের 'ভাইজান' সালমান খান বিভিন্ন মামলায় নাজেহাল
বিভিন্ন মামলায় নাজেহাল বলিউডের ‘বিাজরাঙ্গি ভাইজান’ সালমান খান।
সালমান খানের সাফল্য যেমন এসেছে তেমনই জীবনে সঙ্গী হয়েছে বিভিন্ন ধরনের বিতর্ক। কখনও কৃষ্ণসার হরিণের শিকার তো কখনও হিট অ্যান্ড রান মামলা, আবার কখনও বেআইনি অস্ত্র রাখার বিতর্ক। আর এই সব বিতর্কই এখন মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছে সালমান খানের। বলিউডের ‘বিাজরাঙ্গি ভাইজান’ নিজের মুখে জানিয়েছেন, আদালতে একন পূর্যন্ত তাঁর বিরুদ্ধে যে সব মামলা চলছে, তাতে তাঁর চিন্তা আরো দ্বিগুন পরিমান বেড়ে গেছে।
এক সাক্ষাৎকারে সল্লু মিঞাঁ বলেছেন, রয়েছে। মামলাগুলি হাইকোর্টে চলছে। পাঁচ-দশ-পনেরো, রায় বের হতে আরো কতদিন সময় লাগবে তা কেউ জানে না। মামলার রায় বের হলে কী হবে, সেটা নিয়েই এখনই তাঁর বাবা-মা, ভাই-বোন চিন্তিত এবং তিনি নিজেও এই বিষয়ে চিন্তিত।
সালমান খান আরো বলেন বলেন, মাথার ওপর তরবারি ঝোলা অবস্থাতেই কমেডি শো করতে হবে, বিগ বস করতে হবে। যা হবে আমি মেনে নেব। চিন্তা হচ্ছে শুধু আমার বাবা-মায়ের জন্য। রায় হওয়ার পরে তাদের ইপর কি প্রভাব পড়বে তা নিয়ে খুরব চিন্তিত। আর এসব ভেবেই এই বলিউড সুপার স্টাররে মাথার বোঝা বেড়ে গেছে।
৪৯ বছরের অভিনেতা এদিন স্বীকার করে নেন, কাজ তাঁকে রায়দান থেকে মুক্ত করতে পারবে না। তিনি বলেন, আমার কাজের বৈশিষ্ঠ্যই হল, আপনি যতই ভাল কাজ করি না কেন, মানুষ তা বুঝবে না। কারণ, মানুষ অসংবেদনশীল। তারা স্রেফ রায়দান নিয়েই ভাবছে।
সালমান বলেন, মানুষের আমাকে নিয়ে ধারণা হল, আমার এতগুলি মামলা চলছে অথচ দেখ যায় কেমনভাবে আমি মজা করছি। কখনও সোনমের সঙ্গে রোম্যান্স করছি, কখনও জ্যাকেলিনের সঙ্গে নাচছি তো কখনও আবার পোল্যান্ডে শ্যুটিং করে বেড়াচ্ছি আর কোটি কোটি টাকা কামাচ্ছি। তিনি যোগ করেন, আমার সব ভাল কাজ আমার বিরুদ্ধে চলে যাবে। কারণ, যাঁরা রায় দেবেন, তাঁরা এসব দেখবেন না। - এবিপি আনন্দ
৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/এমইউ