শনিবার, ২৬ আগস্ট, ২০১৭, ০২:৩২:৩৫

একটি বস্তি এলাকায় দিনের পর দিন কাজ করতে হয়েছে পাওলি দামকে

একটি বস্তি এলাকায় দিনের পর দিন কাজ করতে হয়েছে পাওলি দামকে

বিনোদন ডেস্ক: পাওলি দাম। কলকাতার টালিগঞ্জের এই অভিনেত্রী বর্তমানে বেশ জনপ্রিয়। সম্প্রতি তিনি জানিয়েছেন নীলা মাধব পাণ্ডের ‘হাল্কা’ নামক একটি সিনেমায় তার শুটিং করার অভিজ্ঞতার কথা। বস্তির একটি শিশুর মায়ের চরিত্রে অভিনয় করতে হয়েছে তাকে। এ জন্য শুটিং স্পট তথা বস্তিতে কাজ করা নিয়ে তিনি বলেছেন- বস্তিতে শুটিং করা ছিল আমার জন্য অনেক কষ্টের। বস্তির পরিবেশগত কারণে চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ বেগ পোহাতে হয়েছে তাকে।

সিনেমাটি করতে গিয়ে দিল্লির একটি বস্তি এলাকায় দিনের পর দিন কাজ করতে হয়েছে পাওলি দামকে। সিনেমার গল্পটির কিয়দাংশ এমন- বস্তির একটি শিশু বস্তিতে থাকা কমন টয়লেট ব্যবহার করতে চায় না। শিশুটি চায়- ওর জন্য আলাদা একটি টয়লেট থাকবে, যেটি হবে শুধু ঐ শিশুটির ব্যবহারের জন্য।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, সিনেমায় পাওলির স্বামী চরিত্রে অভিনেয় করবেন রণবীর শোরে। রণবীর সম্পর্কে পাওলির বক্তব্য হচ্ছে- ‘রণবীর চমৎকার কাজ করেন। তার সাথে কাজ করে আমি স্বচ্ছন্দ্য বোধ করেছি’।

বলিউড সিনেমায় আবারও কাজ করার আগ্রহ রয়েছে পাওলি দামের। তার ভাষ্যনুযায়ী- ‘চলচ্চিত্র গণমাধ্যমের একটি অংশ। সুযোগ পেলে আমি অবশ্যই বলিউডে আরও কাজ করবো’।

ইতোপূর্বে ২০১২ সালে বলিউডে ‘হেট স্টোরি’ নামক চলচ্চিত্রে কাজ করেছেন পাওলি। তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন প্রতিম ডি গুপ্তার ‘মাছের ঝোল’ সিনেমার কাজ নিয়ে।- টাইমস অফ ইন্ডিয়া।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে