শনিবার, ২৬ আগস্ট, ২০১৭, ১০:৪৪:১২

রাম রহিমের কুকীর্তি নিয়ে বলিউড ও ক্রিকেটারদের প্রতিক্রিয়া

রাম রহিমের কুকীর্তি নিয়ে বলিউড ও ক্রিকেটারদের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক : স্বঘোষিত ধর্মগুরু দোষী সাব্যস্ত হয়েছেন। গারদের ওপারে গিয়েও নাকি ‘জামাই আদরে’ রয়েছেন। এদিকে তার গ্রেপ্তারির জেরে জ্বলছে গোটা উত্তর ভারত। প্রাণ হারিয়েছেন তিরিশেরও বেশি মানুষ। আহত অন্তত দুই শতাধিক। পাঞ্জাব, হরিয়ানা দুই রাজ্যেরই একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা।  

কেন এক বিতর্কীত ধর্মগুরুর জন্য এত হিংসা, এত হানাহানি? এই প্রশ্নেই সরব হয়েছে বলিউড। ফারহান আখতার, অনুপম খের, ঋষি কাপুর থেকে রবীনা ট্যান্ডন, এষা গুপ্তা সকলেই শেয়ার করেছেন নিজেদের মতামত। কেউ আপনজনের সুস্থতার কামনা করেছে, আবার কেউ স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের তুলোধোনা করেছেন।

এদিকে রাম রহিমকে নিয়ে টুইট করতে গিয়ে বিপাকে পড়েন বলিউডের ‘জেন্টলম্যান’ সিদ্ধার্থ মালহোত্রা। প্রথমে হরিয়ানাবাসীকে শান্ত থাকার অনুরোধ করে নেটিজেনদের রোষের শিকার হন অভিনেতা। পরে আবার সে টুইটের সাফাই দিয়ে তিনি বলেন, রায় দেওয়ার আগেই টুইট করেছিলেন তিনি।

টুইটারে সরব হয়েছেন ক্রিকেটার গৌতম গাম্ভীরও। ধর্মগুরুকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘ধর্মীয় ব্যবসার আদর্শ উদাহরণ’। তবে এ বিষয়ে সরাসরি মতামত প্রকাশ না করলেও হরভজন সিং জানিয়েছেন, ‘যে কোনও কাহিনিরই তিনটি সত্য থাকে। আপনার, তাদের ও সত্য।’

সত্য যে কী, সে বিষয়ে ভারতীয় দলের টারমিনেটর খোলসা করে না বললেও নেটিজেনদের অধিকাংশই ‘বিতর্কীত গুরু’ ডেরা সাচা সওদা সংগঠনের প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই তার কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে