শনিবার, ২৬ আগস্ট, ২০১৭, ১১:৪৫:১৪

বাবার কোলে ছোট্ট মিশা

বাবার কোলে ছোট্ট মিশা

বিনোদন ডেস্ক: একমাত্র মেয়ে মিশার জন্মদিন উদযাপন করতে ইউরোপ ভ্রমণে গিয়েছেন শহীদ কাপুর এবং মিরা কাপুর। সেখানেই মেয়ে মিশার সঙ্গে দারুণ আদুরে একটি ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শহীদ।

তারকাদের সন্তানরাও যেন এক একজন তারকা। আর তাই তো মিশার ছবি লুকিয়ে তোলার জন্য ওত পেতে থাকেন পাপারাজিরা। অবশ্য এবার লুকিয়ে তাদের ছবি তুলতে হয়নি। কারণ, শহীদ নিজেই মেয়েকে কোলে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন ‘জাস্ট অ্যাবাউট ওয়ান।’ ছবিতে মিশা ছাই রঙা একটি উলের পোশাক পরে আছে। মাথার ছোট চুল গুলোকে দুই ঝুটি করে রাখা হয়েছে। মুখে আঙ্গুল দিয়ে চুষছে মিশা। আর শহীদ কাপুর নেভি ব্লু রঙ এর এর শার্টের ওপরে কালো জ্যাকেট পরে আছে।

শহীদ কাপুর বর্তমানে ব্যস্ত আছেন সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবতী’ ছবির শুটিং নিয়ে। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকন এবং রণবীর সিং। ছবির শুটিং থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে তিনি স্ত্রী ও কন্যাকে নিয়ে ইউরোপ ভ্রমণে বের হয়েছেন। মেয়ের প্রথম জন্মদিনটাও এখানেই উদযাপন করার ইচ্ছা আছে তার। টাইমস অব ইন্ডিয়া।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে