বিনোদন ডেস্ক : সারা আলি খান আর জাহ্নবী কাপুর যে খুব তাড়াতাড়ি বলিউড পর্দায় আসতে চলেছেন তা মোটামুটি জেনেই ফেলেছেন সিনেমা প্রেমীরা। তাদের অভিষেক ফিল্মের শুটিংও শুরু হয়ে গিয়েছে। সারা-জাহ্নবীর পথে হেঁটে এবার কি তাহলে পরবর্তী বলিউড তারকা হতে চলেছেন অজয়-কাজলের একমাত্র কন্যা নায়সা?
সম্প্রতি অজয় দেবগণের একটি সাক্ষাৎকার এই প্রশ্নই সামনে এনে দিয়েছে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় দেবগণকে তার মেয়ে নাইসার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে অজয় জানান, এই মুহূর্তে বলিউডে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই নেই নাইসার। ওর উপরে কোনও চাপও নেই। ওর যেটা ইচ্ছা হবে সেই ক্যারিয়ারই ও বেছে নেবে। আর তাছাড়া বলিউডে আসার ক্ষেত্রে ও এখন অনেকটাই ছোট।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নাইসা বর্তমানে সিঙ্গাপুরের ইউনাইটেড কলেজ অব সাউথইস্ট এশিয়া বিজনেস স্কুলে পড়ছেন। এই স্কুলেরই সাবেক ছাত্রী সোনম কাপুর।
অজয় জানান, নাইসা এখন পড়াশোনাতে ব্যস্ত। কিন্তু পরবর্তী পরিকল্পনার তালিকায় কি বলিউড রয়েছে? তা অবশ্য খোলসা করেননি অজয়।
শুধু জানিয়েছেন, যে ক্যারিয়ারই বেছে নিন, নাইসার সিদ্ধান্তের উপরে তাদের সম্পূর্ণ সমর্থন থাকবে। তবে আশার কথা এই যে, নাইসা মত পরিবর্তন করে বলিউডে আসার কথা ভাবলে তাতে অজয় বাধা দেবেন না।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস