রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ১১:৩৬:৪০

মৌসুমী-ওমর সানির রেস্তোরাঁয় শাকিব খান!

 মৌসুমী-ওমর সানির রেস্তোরাঁয় শাকিব খান!

বিনোদন ডেস্ক : ওমর সানির রেস্তোরাঁয় কেন হাজির হয়েছিলেন শাকিব-মিম তা অবশ্য জানা যায়নি। সম্প্রতি ‘আমি নেতা হবো’ ছবির শুটিং আটকে যাওয়ার যায়।

টেকনিশিয়ানদের কাজে অংশ না নেওয়ার ফলেই এই ঘটনা ঘটছে। ফলে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চিন্তিত হবেন শাকিব। ছবিটিতে শাকিব মিম ছাড়াও মৌসুমী-ওমর সানিও অভিনয় করছেন।

রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টর লেকপাড়ে ১৮ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়িতে নতুন রেস্তোরাঁ চালু করেছেন চিত্রতারকা দম্পতি ওমর সানি। ছেলের ইচ্ছাতেই রেস্তোরাঁটি চালু করা হলেও শুরুর দিকে মৌসুমী ও ওমর সানিও এখানে সময় দেন। স্বাধীনই রেস্তোরাটির নাম দিয়েছে ‘মেরি মন্টানা’।

এবার এই রেস্তোরাঁয় হাজির হলেন সুপারস্টার শাকিব খান। শনিবার রাতের খাবার গ্রহণের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ওমর সানি। সেখানেই দেখা যায় শাকিবকে কেন্দ্র করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, ওমর সানি, মৌসুমী, প্রযোজক ইকবালসহ বেশ কয়েকজনকে। এছাড়াও এই ডিনারে অংশ নিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে