রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ০৬:৩১:৩৬

সানি লিওনের সাথে ধর্মগুরু রাম রহিমের যে ছবি এখন ভাইরাল!

সানি লিওনের সাথে ধর্মগুরু রাম রহিমের যে ছবি এখন ভাইরাল!

বিনোদন ডেস্ক : ভক্তি এবং ফ্যাশানের কি অদ্ভুত সংমিশ্রণ? আরিএই দুইয়ের জোরেই বছরের পর বছর ধরে নিজের কুকীর্তি চালিয়ে গিয়েছেন স্বঘোষিক বাবা রাম রহিম সিং। এমনকী, মহিলাদের নিজের লালসার শিকার করার জন্য আধ্যাত্মিক বুলি আওড়াতেন এই ভণ্ড বাবা।

তবে বিতর্কীত এই ধর্মগুরুর কুকীর্তি ফাঁস হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে এক সময়ের বিতর্কীত ভিডিও জগতের তারকা সানি লিওনের সাথে স্বঘোষিত বাবা রাম রহিম সিং। অনেকে আবার এই ছবি শেয়ার করে লিখেছেন, সানি লিওনও কি বাবার ভক্ত ছিলেন? সানিকেও কি গোপন ডেরায় নিয়ে 'মাফ' করতেন বাবা।

ছবিটিতে দেখা যাচ্ছে সানি লিওন তার স্বামী ড্যানিয়েলকে নিয়ে রাম রহিম সিংয়ের সাথে দাঁড়িয়ে আছে। এই ছবিটা এতো দিন প্রকাশ্যে না আসলেও মহিলাদের সাথে কুকীর্তি দায়ে ফেঁসে যাওয়ার পর থেকে নতুন করে আলোচনা এসেছে। এবং তা অনলাইনে ভাইরাল হয়ে গেছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে