সোমবার, ২৮ আগস্ট, ২০১৭, ০৯:৫৪:১২

ফেসবুকে মিমির ফেক একাউন্টের সংখ্যা জানেন?

ফেসবুকে মিমির ফেক একাউন্টের সংখ্যা জানেন?

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমায় মিমি চক্রবর্তীর পরিচয় আলাদা করে দেওয়ার নেই৷ সংবাদ শিরোনামে তিনি থাকেন বিভিন্ন সময়ে৷ কখনও নতুন সম্পর্ক নিয়ে, তো কখনও সম্পর্ক বিচ্ছেদ৷ আবার কখনও ভালো ভালো ছবি নিয়ে হাজির হন দর্শকদের সামনে।

সম্প্রতি একেবারে অন্য ভূমিকায় এই নায়িকাকে দেখা গিয়েছে ‘ধনঞ্জয়’ ছবিটিতে। মিমির এতটাই জনপ্রিয়তা যে তার নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্টের ছড়াছড়ি। ফেসবুকে মিমির ফেক একাউন্টের সংখ্যা জানেন?

প্রায় ৫৬ টি ফেক একাউন্ট রয়েছে মিমির নামে। সত্যি সংখ্যাটা যেন অবিশ্বাস্য! এর থেকেই বোঝা যায় নায়িকার জনপ্রিয়তা ঠিক কোন পর্যায়ে৷ সোশ্যাল মিডিয়ায়তেও একই ভাবে অ্যাক্টিভ নায়িকা৷

নিজের কাজ নিয়ে নানা আপডেট দিতে দেখা যায় তাকে। আদতে ফেসবুকে মিমির একটাই আসল পেজ রয়েছে। আর সেখানেই নানান আপডেট শেয়ার করেন তিনি। এছাড়াও ট্যুইটার ও ইন্সটাগ্রামেও বেশ অ্যাক্টিভ মিমি চক্রবর্তী৷ --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে