সোমবার, ২৮ আগস্ট, ২০১৭, ০৩:৫১:১৪

অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন শাকিব খান

অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী। ইতিমধ্যে বড়পর্দায় দু’জনকে একসঙ্গে কয়েকটি ছবিতে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় আছে আরও দুটি ছবি।

সেই ধারাবাহিকতায় এবার আরটিভির পর্দায়ও হাজির হচ্ছেন একসঙ্গে।

আসন্ন ঈদুল আজহার ‘এবং শাকিব খান’ শিরোনামে অনুষ্ঠানে অতিথি হিসেবে একসঙ্গে থাকছেন শাকিব খান ও বুবলী।

অনুষ্ঠানে শাকিব খান তার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলছেন।

অন্যদিকে বুবলী জানিয়েছেন তার চলচ্চিত্র ভাবনা আর আগামীর পরিকল্পনা।

মারিয়া নূরের উপস্থাপনা ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘এবং শাকিব খান ’ অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন বিকাল ৫টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে