সোমবার, ২৮ আগস্ট, ২০১৭, ১০:৫৮:৪৯

বাপ্পারাজকে চায় জাজ মাল্টিমিডিয়া

বাপ্পারাজকে চায় জাজ মাল্টিমিডিয়া

বিনোদন ডেস্ক: নায়করাজের স্বপ্ন পূরণে বাপ্পারাজকে পাশে চেয়েছে জাজ মাল্টিমিডিয়া। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি 'বেপরোয়া'র মহরত আয়োজন করা হয়। অনুষ্ঠানে নায়ক রাজ রাজ্জাককে স্মরণ করা হয়। নায়করাজকে নিয়ে বক্তব্য দেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

আব্দুল আজিজ বলেন, রাজ্জাক সাহেব একদিন আমাকে এসে তাঁর স্বপ্নের কথা বললেন। বললেন আমি 'অনন্ত প্রেম' ছবিটি করেছি এটার রিমেক করতে চাই। বিষয়টি নিয়ে কোনো কারণে কথা এগোয়নি। তবে তিনি বারবার বলতেন তাঁর এই স্বপ্নের কথা। এরইমধ্যে তিনি না ফেরার দেশে চলে গেলেন।

আজিজ বলেন, প্রয়াত কিংবদন্তি এই মানুষটির স্মৃতি ধরে রাখতে সিনেমাটি আমরা রিমেক করতে চাই। তবে পরিচালক হিসেবে অবশ্যই তার সন্তান বাপ্পারাজকে থাকতে হবে।
যদি বাপ্পারাজ রাজি থাকেন তাহলেই সিনেমাটি আমরা করতে চাই।

আব্দুল আজিজ আরো বলেন, আমি বাপ্পা পরিচালিত ‘কার্তুজ’ দেখেছি। তাকে নির্মাতা হিসেবে অনেক শক্তিশালী মনে হয়েছে। তার সম্মতি পেলেই ‘অনন্ত প্রেম’ রিমেক করতে চাই। এই ছবিটি নায়করাজের পরিবারের কেউ করুন অন্তত এটা চাইবো, এর বাইরে সম্ভব না।

অনন্ত প্রেম’ মুক্তি পায় ১৯৭৭ সালে। এর মাধ্যমে পরিচালনায় নাম লেখান রাজ্জাক। প্রযোজনা-অভিনয়ও করেন তিনি। বিপরীতে ছিলেন ববিতা। আরো অভিনয় করেন এটিএম শামসুজ্জামান, ব্ল্যাক আনোয়ার ও খলিলউল্লাহ খান। চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও একটি বিভাগে পুরস্কার অর্জন করে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে