বুধবার, ৩০ আগস্ট, ২০১৭, ১২:২৪:৫২

মুক্তিযুদ্ধে আবদুল জব্বারের অবদান চিরস্মরণীয়: রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধে আবদুল জব্বারের অবদান চিরস্মরণীয়: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক:  জনপ্রিয় শিল্পী স্বাধীনতা যুদ্ধের কণ্ঠসৈনিক আবদুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, আমাদের মুক্তিযুদ্ধে আবদুল জব্বাবের গান মুক্তিযোদ্ধা ও দেশের তরুণ সমাজকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু আমাদের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রপতি হামিদ এই শিল্পীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।    

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান কণ্ঠশিল্পী আব্দুল জব্বাল। তার বয়স হয়েছিল ৭৯ বছর। সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়সহ বহু জনপ্রিয় গানের এই শিল্পী দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

পৃথক শোকবাণীতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহককে  হারাল। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজও পৃথক শোক বাণীতে আবদুল জব্বারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে