বুধবার, ৩০ আগস্ট, ২০১৭, ০৩:১০:১৫

৯ বছরের ছেলের সঙ্গে ১৮ বছরের মেয়ের বিয়ে; বন্ধ হল বিতর্কিত সেই সিরিয়াল

৯ বছরের ছেলের সঙ্গে ১৮ বছরের মেয়ের বিয়ে; বন্ধ হল বিতর্কিত সেই  সিরিয়াল

বিনোদন ডেস্ক :  বন্ধ হল বিতর্কিত সেই  সিরিয়াল । এক ৯ বছরের ছেলের সঙ্গে ১৮ বছরের মেয়ের বিয়ে! এমনটা বাস্তবিক ঘটনা হতে পারে কী না জানা নেই, তবে হিন্দি সিরিয়াল 'পেহেরেদার পিয়া কী '-তে এই ঘটনাকে মূল উপজীব্য করেই এগোচ্ছিল গল্প।

এরকম একটি বিতর্কিত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে সমালোচনা, ট্রোল। শেষমেশ এই অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করতে বাধ্য হল সোনি এন্টারটেনমেন্ট চ্যানেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, প্রথম থেকেই সিরিয়াল খুব একটা ভালো সাড়া পাচ্ছিল না দর্শক মহলে। তার ওপর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানিকে এ বিষয়ে একটি পিটিশন পাঠানো হয়। সেখানে সিরিয়ালটি বন্ধের আপিল করা হয়। এরপরই তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই সিরিয়ালকে প্রাইমটাইম থেকে সরিয়ে দিতে নির্দেশ দেয় সোনি চ্যানেলকে।

এই ঘটনার পর , সোনি এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফে জানানো হয়, এই অনুষ্ঠান তাঁরা বন্ধ করতে বাধ্য হলেন। সোনির তরফে, সিরিয়ালের সঙ্গে যুক্ত কলাকুশলীদের সৃষ্টিশীল ভাবনাকে শ্রদ্ধা জানিয়ে এই সিরিয়াল বন্ধের ঘোষণা করা হয়েছে। --ওয়ান  ইন্ডিয়া

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে