বুধবার, ৩০ আগস্ট, ২০১৭, ০৪:২৩:২৮

ইউটিউবে উত্তাপ ছড়াচ্ছে শাকিব-বুবলীর 'বৃষ্টি রোমান্স'

ইউটিউবে উত্তাপ ছড়াচ্ছে শাকিব-বুবলীর 'বৃষ্টি রোমান্স'

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে আব্দুল মান্নান পরিচালিত সিনেমা 'রংবাজ'। এই সিনেমার 'রিম ঝিম' শিরোনামের গানটি গত ২৭ আগস্ট মুক্তি পায়। ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে রয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী বুবলি।

গানটি মুক্তির পর থেকে ইউটিউবে উত্তাপ ছড়াচ্ছে শাকিব-বুবলীর। তিন দিনের ব্যবধানে এ পর্যন্ত ১০ লাখের বেশি বার গানটি দেখা হয়েছে। বৃষ্টি রোমান্সের এ গানটিতে লাইক পড়েছে সাত হাজারের বেশি।

শুধু 'রিম ঝিম' নয়, 'রংবাজ' ছবিটির 'ঘুম আমার', 'তুই ঈদের চাঁদ' এবং ছবির টাইটেল গানও বেশ নজর কেড়েছে। 'ঘুম আমার' গানটি ইউটিউবে  প্রায় ১৮ লাখ বার দেখা হয়েছে।

'রংবাজ' ছবিতে শাকিব-বুবলি ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, অমিত হাসান, নতূন ও শিবা সানু।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে