বুধবার, ৩০ আগস্ট, ২০১৭, ০৪:৩৩:৩৯

সম্রাটকে এমপি হিসেবে দেখতে চান ওমর সানি

সম্রাটকে এমপি হিসেবে দেখতে চান ওমর সানি

বিনোদন ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ও পুরান ঢাকা যুব সমাজের জনপ্রিয় নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে ঢাকা-৮ (গুলিস্থান, পল্টন, মতিঝিল) আসনের এমপি হিসেবে দেখতে চান চলচ্চিত্র তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী।

বুধবার সকাল পৌনে ১১টার দিকে ওমর সানী তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে একথা জানিয়েছেন। জানা যায়, আজ যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের অফিসে দেখা করতে যান চিত্র নায়ক ওমর সানীসহ কয়েকজন।

সাক্ষাৎ শেষে ওমর সানী সম্রাটের সঙ্গে একটি ছবি দিয়ে নিজের ফেসবুকে লেখেন, ‘ইসমাইল চৌধুরী সম্রাট ভাই, চলচ্চিত্রের প্রতি আপনার ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। আশাকরি আপনার এই ভালোবাসা চলচ্চিত্রের প্রতি সব সময় থাকবে। আপনি আমাকে আর মৌসুমীকে যে সম্মান করেছেন তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আমি আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আপনাকে অবশ্যই ঢাকা-৮ আসনের 'এমপি' হিসেবে দেখতে চাই। ভালো থাকবেন, চলচ্চিত্রের সাথে থাকবেন। ’
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে