স্পোর্টস ডেস্ক: পরীমণি, হালের অন্যতম আলোচিত অভিনেত্রী। রুপালি জগতে নাম লেখানোর আগেই আলোচনায় চলে আসেন এ লাস্যময়ী। গত তিন বছরে বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকবার তার নাম উচ্চারিত হয় মিডিয়া পাড়ায়।
এগুলোর মধ্যে অন্যতম ছিল গত বছর এফডিসিতে কোরবানি দেওয়া। ঈদের দিন গরু কিনে সরাসরি চলে যান এফডিসিতে। সেখানেই ব্যবস্থা করেন গরু কোরবানির। এরপর এফডিসিতে অবস্থানরত কলাকুশলী যারা কোরবানি দিতে অসমর্থ তাদের মাঝে বিলিয়ে দেন গোশত। এবারও সেই ধারাবাহিকতা বিরাজমান।
তবে একটি নয় এবার দু’টি গরু কোরবানি হবে এফডিসিতে। ইতোমধ্যে হাট থেকে কেনা হয়েছে গরু দু’টি।
পরীমণি গণমাধ্যমকে বলেন, এফডিসি আমার দ্বিতীয় পরিবার। কখনো একে ভিন্ন কোনো প্রতিষ্ঠান মনে করিনি। বরাবরই আপন মনে হয়েছে একে। আমার নিজের পরিবারের প্রতি যে রকম দরদ, ঠিক ততটাই এফডিসি পরিবারের প্রতি রয়েছে। দোয়া করবেন, আমি যেন এই মহৎ কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস