বিনোদন ডেস্ক : রাম রহিমকে ব্যঙ্গ করে জেল খেটেছিলেন তিনি। একদিন এই 'ভন্ডবাবা'র জন্যই জেলে যেতে হয়েছিল তাঁকে। আর একদিন সেই 'ভন্ডবাবা'ই জোড়া সম্ভ্রমহানীর দায়ে জেলে গেলেন। গত সোমবারই রাম রহিম সিংকে ২০ বছরের জেল হেফাজতের সাজা শুনিয়েছে আদালত।
আর 'ভন্ডবাবা'র এমন দিনে, কার্যত কব্জি ডুবিয়ে চাইনিজ খেলেন ভারতীয় কমেডিয়ান কিকু শারদা! নিজেই টুইট করে সে কথা শেয়ার করেছেন কিকু। লিখেছেন, ''শান্তিপূর্ণ ভাবে চাইনিজ মিল খাচ্ছি.।'' কিকু শারদা দ্য কপিল শর্মা শো’র একজন অন্যতম জনপ্রিয় মুখ।
দু'বছর আগে 'রাম রহিম সিংকে রিমিক করার অপরাধে গ্রেফতার হয়েছিলেন শিল্পী কিকু শারদা৷ 'কমেডি নাইটস উইথ কপিল' অনুষ্ঠানে 'পলক' নামে যিনি জনপ্রিয়৷ তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।
এক অনুষ্ঠানে রাম রহিম সিংকে নকল করেছিলেন এই শিল্পী৷ তার প্রতিবাদে 'বাবা'র অনুগামীরা অভিযোগ দায়ের করেছিলেন৷ তার প্রেক্ষিতেই কিকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল৷ অনুগামীদের অভিযোগ ছিল, শিল্পী এমন ভাবে 'বাবা'কে নকল করেছিলেন যা তার শিষ্যদের মনে আঘাত করেছিল। এর পরই গ্রেফতার হয়েছিলেন কমেডিয়ান।
জেল থেকে ফিরে এসে টুইটারে 'বাবা'র ভক্তদের কাছে কিকু ক্ষমাও চেয়েছিলেন। জানিয়েছিলেন, এক জন পারফরমিং আর্টিস্ট হিসেবে স্ক্রিপ্টে যা ছিল তিনি তাই করেছেন৷ মেকআপ থেকে চিত্রনাট্য সবই সাজিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু তারপরেও জেলে যেতে হয়েছিল কিকুকে।
সোমবার 'বাবা'র সাজা ঘোষণার সময়ই, টুইট করেছিলেন কিকু। যদিও এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি। তবে অনেকেই বলছেন, কিকুর টুইটের ইঙ্গিত কিন্তু 'ভন্ডবাবা'র দিকেই!
এমটিনিউজ/এসএস