বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল। রোমাঞ্চকর ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ে দলের সকল ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন সুপারষ্টার শাকিব খান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অস্ট্রেলিয়া টেষ্ট ক্রিকেটে শক্তিশালী দল। তাদের হারানোটা আমাদের জন্য অনেক বড় চ্যলেঞ্জ ছিল। আর সেই কাজটাই করে দেখিয়েছে আমাদের ক্রিকেট দল। দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন।
জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওয়ার্নার-স্মিথরা গুটিয়ে গেল ২৪৪ রানে। সাকিব আল হাসান নিয়েছেন ৫ উইকেট। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্টে ১০ উইকেট তুলে নিলেন তিনি। গতকাল তৃতীয় দিন শেষ ২ উইকেটে ১০৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। আজ দিনের প্রথম ঘণ্টায় ওয়ার্নার-স্মিথ জুটি ৬৫ রান তুলে ফেলে ম্যাচ থেকে বাংলাদেশকে প্রায় ছিটকেই দিয়েছিলেন।
কিন্তু মধ্যাহ্ন বিরতির আগের ঘণ্টায় বাংলাদেশ ৫ উইকেট নিয়ে ম্যাচে ফেরে। সাকিব ফেরান ওয়ার্নার-স্মিথ ও ওয়েডকে। বিরতির পর সাকিবের বলেই ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। সাকিবের ৫ উইকেটের পাশাপাশি তাইজুল নিয়েছেন ৩ উইকেট, মিরাজ ২টি। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ১১২ রান ওয়ার্নারের। স্মিথ করেছেন ৩৭, প্যাট কামিন্স ৩৩ রানে অপরাজিত থাকেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস