বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ১২:১১:১২

এবারের ‘ঈদ’ স্ত্রী-পুত্রের সঙ্গেই করবেন শাকিব খান

এবারের ‘ঈদ’ স্ত্রী-পুত্রের সঙ্গেই করবেন শাকিব খান

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে তারকাদের সন্তানদের মধ্যে সবচেয়ে আলোচিত, আদরনীয় ও তারকা খ্যাতির শীর্ষে আছে সুপারস্টার অভিনেতা শাকিব খানের একমাত্র ছেলে আব্রাম খান। চলতি বছরে তুমুল নাটকীয়তার ভেতরে আব্রামের পরিচয় প্রকাশ্যে এলেও বাবার চেয়ে তারকা খ্যাতি এখন কম নয় তার! তবে সবকিছুর পরেও বাপ-ছেলের রসায়ন সর্বদা তুঙ্গে! অথচ প্রায় বছর পূর্ণ হতে যাওয়া এই জুনিয়র খানকে জীবনের প্রথম ঈদটা করতে হলো বাবাকে ছাড়াই! তবে আসছে ঈদে থাকবেন বাবার সঙ্গেই!

গেল রজমানের ঈদটি পুত্র আব্রামের জীবনের প্রথম ঈদ হলেও ঈদের দিনের উৎসবে বাবা শাকিব খানকে কাছে পাননি জুনিয়র শাকিব! অবশ্য এরজন্য বাবার পেশা-ই দায়ী! কারণ, ঈদুল ফিতরে শাকিব খান ‘চালবাজ’ ছবির শ্যুটিংয়ে ছিলেন লন্ডনে। যদিও শেষ পর্যন্ত সেখানে টেকনিশিয়ানদের সঙ্গে নির্মাতা, প্রযোজকের ঝামেলায় শ্যুটিং না করেই দেশে ফিরেছিলেন শাকিব। তারপরও ঈদের দিনে থাকতে পারেননি স্ত্রী পুত্রের সঙ্গে! তবে এবার ঈদুল আযহায় থাকবেন পুত্রের পাশে!

ছেলের প্রথম ঈদে বাবাকে কাছে না পাওয়ায় কিছুটা হতাশও ছিলেন স্ত্রী অপু বিশ্বাসও। ঈদের সময় শাকিবের শ্যুটিং পড়ে যাওয়ায় অপুর কণ্ঠেও আক্ষেপও শোনা যায় সে সময়। তবে এবার শাকিব থাকছেন দেশেই। তবে, ঈদের দুই দিন পরেই সেই ‘চালবাজ’-এর শ্যুটিংয়ে অংশ নিতে উড়ে যাবেন লন্ডনে।

ঢাকা-কলকাতার যৌথ নির্মাণে ‘চালবাজ’ ছবির শ্যুটিংয়ে শাকিব খান আসছে ৪ সেপ্টেম্বর যাবেন লন্ডনে। অনন্য মামুন ও কলকাতার জয়দীপ মুখার্জীর নির্মাণে এই ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। ছবিতে শাকিবের বিপরীতে দ্বিতীয়বারের মতো অভিনয় করতে চলেছেন শুভশ্রী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে