বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ১২:৪৫:২৬

মোশাররফ করিম হাসপাতাল থেকে বাসায় : বাঁচতে হলে আর যা করা যাবে না

মোশাররফ করিম হাসপাতাল থেকে বাসায় : বাঁচতে হলে আর যা করা যাবে না

বিনোদন ডেস্ক : ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় তারকা মোশাররফ করিম এখন বাসায়। চিকিৎসকদের মতে, তিনি শঙ্কা মুক্ত। আজ ৩০ আগষ্ট বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বাসায় যাওয়ার অনুমতি পেয়েছেন।

মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিম বলেন, ‘মিনিট বিশেক আগে বাসায় ফিরেছি। ওর উপর দিয়ে বড় একটা ঝড় গেল। ঝড়া না, আমি বলব ঝড়ের পূর্বাভাস। এখন ওকে নিজের ব্যাপারে সচেতন হতে হবে। বাসায় ফিরেই ও শুয়ে পড়েছে।’

মোশাররফ করিমের জন্য চিকিৎসক কী পরামর্শ দিয়েছেন? জুঁই করিম বলেন, ‘চিকিৎসক ওকে ১৫ দিনের বিশ্রাম দিয়েছেন। যদি তা সম্ভব না হয়, তাহলে অবশ্যই ৭ দিন পূর্ণ বিশ্রাম নিতে হবে। এই সময় শুটিং তো দূরের কথা, বাইরেও বের হতে পারবে না।

রক্তে কোলেস্টরেলের মাত্রা একটু বেশি, তা কমানোর উদ্যোগ নিতে হবে। খাবার নিয়ন্ত্রণ করতে হবে। খাবারের ব্যাপারে অনিয়ম করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রাত জেগে কাজ করতে পারবে না। সুস্থ থাকতে হলে ওকে দিনে ৭ থেকে ৮ ঘণ্টা কাজ করতে হবে।’

এদিকে পুবাইলে শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মোশাররফ করিম। তাকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয় এখানে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ২৯ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মোশাররফ করিমকে হাসপাতালে আনা হয়।

তখন তিনি বুকে প্রচন্ড চাপ অনুভব করছিলেন। ব্যথাও হচ্ছিল। এ সময় তার রক্তচাপও বেশি ছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, খাবারের অনিয়ম, অত্যধিক কাজের চাপ আর হঠাৎ রক্তচাপ বেশি হওয়ায় এমনটা হয়েছে।

জানা গেছে, পুবাইলে মোশাররফ করিম গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে ‘যমজ ৮’ নাটকের শুটিং করতে যান। রাতে শুটিং যখন প্রায় শেষ দিকে, তখন বললেন, বুকে চাপ অনুভব করছেন। দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

‘যমজ ৮’ রচনা করেছেন অনিমেষ আইচ। নাটকটি পরিচালনায় আজাদ কালাম। এতে অভিনয় করছেন মোশাররফ করিম, রুমি, শাওনসহ আরও অনেকে। আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি দেখানোর কথা রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে