বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ০৬:১০:২০

বাংলা ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করার কথা ছিল রাম রহিমের

বাংলা ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করার কথা ছিল রাম রহিমের

বিনোদন ডেস্ক : সম্ভ্রমহানীর দায়ে সাজাপ্রাপ্ত ধর্মগুরু রাম রহিম যে 'নায়ক' তথা প্রযোজক হিসাবে বহু হিন্দি ছবিতে কাজ করেছেন, সেকথা এখন কারোর অজানা নয়। কিন্তু যেটা অজানা, সেটা হল বাংলা ছবিতেও নাকি অভিনয় করার কথা ছিল এই ভন্ড ধর্মগুরুর।

এক প্রথমসারির ইংরাজি সংবাদ মাধ্যমে আজ এই তথ্য প্রকাশিত হয়েছে। এই বাংলা ছবিটিতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করার কথা ছিল রাম রহিমের। ছবির কাজ এই বছরেই শুরু হওয়ার কথা ছিল।

নেতাজীকে নিয়ে রাম রহিমের এই ছবিটিতে 'নায়ক', প্রযোজক, পরিচালক, হিসাবেও পাওয়া যেত বাবা রাম রহিমকে। তিনি অনেক দিন ধরেই নেতাজির চরিত্রে অভিনয়ের জন্য উদগ্রীব ছিল বলেও জানিয়েছে দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম।

ছবির কাজের জন্য এবছরের নভেম্বরেই কলকাতায় আসবার কথা ছিল রাম রহিমের। সূত্রের খবর, এই ছবিতে দেশপ্রেমের জন্য নেতাজীর লড়াই ও আত্মত্যাগকে ফুটিয়ে তোলার গল্পই তুলে ধরা হত। অসমর্থিত সূত্রের দাবি, এই কাজের জন্য বাঙালি কোনও অভিনেত্রীর সঙ্গে কথাও বলা হয়ে গিয়েছিল রাম রহিমের প্রযোজনা সংস্থা হকিকত এন্টারটেনমেন্টের।

মূলত, অভিনেতা হিসাবে বলিউডে জায়গা করে নিতে সমস্যা হচ্ছিল দেখে , বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে অভিনয় জগতে প্রতিষ্ঠিত হওয়ার কথা ভাবছিলেন রাম রহিম। অন্তত সূত্রের দাবি এমনটাই। তাই নেতাজির মতো চরিত্রকে বেছে বাংলা ছবি করার পরিকল্পনা করেন রাম রহিম।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে