শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:১৪:৩৮

১৭ বছর বয়সে শারীরিক নির্যাতনের শিকার হয়েছি: কঙ্গনা

১৭ বছর বয়সে শারীরিক নির্যাতনের শিকার হয়েছি: কঙ্গনা

বিনোদন ডেস্ক: ফের খবরের শিরোনামে কঙ্গনা রানাওয়াত ৷ আর কঙ্গনা মানেই যে একরাশ বিতর্ক, তা নিয়ে নতুন কিছু বলারও নেই ৷ কঙ্গনাও তেমন বললেন না, উল্টে ফের ঘাটলেন পুরনো কাসুন্দি !

সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃত্বিকের সঙ্গে তাঁর পুরনো বচসা নিয়েই সরব হলেন কঙ্গনা ৷ তবে শুধু হৃত্বিক প্রসঙ্গ নয়, কঙ্গনার এই সাক্ষাৎকারে উঠে এল পুরনো অনেক কথা ৷ হৃত্বিককে এখনও ক্ষমা করতে পারেননি কঙ্গনা !

ইংরেজি এক দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে কঙ্গনা স্পষ্টই জানালেন, ‘আমি অভিনয়ে এসেছি টাকার জন্যই ৷ আমি সিনেমা করি শুধুমাত্র টাকা কামানোর জন্যই ! তাই অন্য কিছুর কথা ভাবিনি !’

কঙ্গনা আরও জানান, ‘১৭ বছর বয়সে আমার ওপর শারীরিক নির্যাতন হয়েছিল ৷ আমার বাবার বয়সি একজন পুরুষ আমার ওপর শারীরিক নির্যাতন করা হয়েছিল ৷ তবে এর সঙ্গে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও সম্পর্ক নেই!’ তাহলে হঠাৎ একথা কেন বললেন কঙ্গনা? সেটাই এখন ভাবনার কোন শেষ নেই বলিপাড়ায়।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে