শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৩২:৩৮

গরুর হাটের চারপাশ ঘুরতে থাকি : শাকিব খান

গরুর হাটের চারপাশ ঘুরতে থাকি : শাকিব খান

বিনোদন ডেস্ক : রাত পোহালেই কোরবানির ঈদ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজনের একটি। যার প্রধান অনুষঙ্গ কোরবানির পশু। সাধারণত গরু হাটকে ঘিরেই এদেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার হয়। সময়টা কীভাবে কাটান তারকা, কীভাবে সামিল হন এতে- প্রশ্ন করা হয়েছিল দেশের শীর্ষ তারকাদের একজন- শাকিব খানকে।

তিনি প্রথমেই জানিয়ে দিলেন তারকা খ্যাতি জন্য হালকা দরের বিড়ম্বনা তো আছেই। তাই আগের মতো হাটে গরু কিনতে যান না। কিন্তু এ আক্ষেপ মেটানোর পদ্ধতি আছে তার। কেমন সেটা?

শাকিব বললেন, ‘আমি আসলে চারপাশে ঘুরতে থাকি। না, গরুর চারপাশ নয়, গরুর হাটের চারদিকে! হাটে গিয়ে তো গরু কিনতে পারি না। ঈদের আগ দিয়ে হাটের চারপাশে গাড়ি নিয়ে ঘুরপাক দিই। পছন্দের গরু দেখি। আর কাউকে পাঠিয়ে গরু কিনে নিই। আবার রাস্তায় কোনও গরু দেখলে সঙ্গের কাউকে বলি, দাম জিজ্ঞেস করতে। পুরানো অভ্যাস তো (হাসি)!

এদিকে, শাকিবের স্ত্রী অপু বিশ্বাস দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে স্বামী-সন্তান নিয়ে ঈদ উদযাপন করবেন। সব মিলিয়ে দারুণ রোমাঞ্চিত অপু। তিনি বলেন, এবারের ঈদ আমার কাছে অন্যরকম আনন্দের। এটা ঠিক বলে বোঝানো যাবে না।

অপু বিশ্বাস আরও বলেন, ‍‘স্বামীর সঙ্গে তো আগেও ঈদ করা হয়েছে। স্বামী-সন্তান নিয়ে দ্বিতীয়বারের মতো ঈদ করতে যাচ্ছি। ছেলের জন্য উপহার তো থাকবেই। অনেকেই উপহার পাঠাচ্ছেন আমাদের ছেলের জন্য। আশাকরি, স্বামী-সন্তান নিয়ে দারুণ আনন্দের ঈদ এবার উদযাপন করব।’

এদিকে, এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাহাদাৎ হোসেন লিটনের 'অহংকার' ও আব্দুল মান্নানের 'রংবাজ'। দুটি ছবিতেই শাকিব খানের বিপরীতে রয়েছেন বুবলী।  অর্থাৎ এ দুটি ছবির মাধ্যমে শাকিব-বুবলী জুটির হালি পূর্ণ হলো। এর আগে গত বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া 'বসগিরি' ও 'শ্যুটার'-এ ছিলেন শাকিব খান। এক বছর পর ঠিক একই 'জোড়া ধামাকা'।

অবশ্য ঈদের আনন্দ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বুবলীর। কারণ জানতে চাইলে তিনি বলেন, 'কোরবানি ঈদের আনন্দ হাট থেকে গরু কেনা। ইতিমধ্যে আমার বাসায় কোরবানির গরু চলে এসেছে। গরুর নাম দিয়েছি পঙ্খীরাজ।'
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে