শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:১২:০৫

আমার মুখটা শুকিয়ে গেল, চোখে মুখে তখন আতঙ্ক : ইমন

আমার মুখটা শুকিয়ে গেল, চোখে মুখে তখন আতঙ্ক : ইমন

বিনোদন ডেস্ক : রাত পোহালেই কোরবানির ঈদ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজনের একটি। যার প্রধান অনুষঙ্গ কোরবানির পশু। সাধারণত গরু হাটকে ঘিরেই এদেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার হয়। সময়টা কীভাবে কাটান চিত্রনায়ক ইমন।

ছোটবেলার মজার একটি ঘটনা মনে করিয়ে ইমন বলেন, ‘ঘটনাটি কত আগে এটা বলা কঠিন হবে। কিন্তু আমার বয়স তখন খুবই কম। বরাবারের মতোই বাবার সঙ্গে কোরবানির হাটে গিয়েছিলাম। বাবা দরদাম করে গরু কিনলেন।’

তিনি বলেন, ‘আমি খুশিতে আটখানা। কারণ গরুটি আমার পছন্দে হয়েছে। এরপর বাবার আঙুল ধরে গরু দেখতে দেখতে বাসায় ফিরছি। মনে তখন বেজায় আনন্দ। হঠাৎ কে যেন জিজ্ঞেস করলেন, বাবু তোমাদের বাসা কোন দিকে? তাকিয়ে দেখি, আমি অন্য মানুষের হাত ধরে আছি।’

ইমন বলেন, ‘মুখটা শুকিয়ে গেল। আমার চোখে মুখে তখন আতঙ্ক। আমি কি হারিয়ে গেছি! না, বেশিক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয়নি। কারণ কিছুক্ষণের মধ্যে বাবা এসে হাজির হয়েছিলেন। গরুর হাটের কথা মনে হলেই পুরনো এই দৃশ্যটি মনে ভেসে ওঠে।'
এমটিনউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে