বিনোদন ডেস্ক : ভারতের বিহারের বন্যার্তদের জন্য ২৫ লাখ রুপি দান করেছেন অভিনেতা আমির খান। বিহারের মুখ্যমন্ত্রীর তহবিলে ২৫ লাখ রুপির একটি চেক তিনি কুরিয়ারে পাঠান, যা মুখ্যমন্ত্রীর দফতর থেকে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের বিহারে বন্যা কবলিত ২১ জেলার ১ কোটি ৭০ লাখ মানুষ। এরমধ্যে দ্বারভাঙা জেলাতেই রয়েছে ২২ লাখ বন্যা কবলিত মানুষ। সেখানে বাড়ছে মৃতের সংখ্যা। এরইমধ্যে ৪১৫ জন প্রাণ হারিয়েছেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস