শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫৪:৩৯

ফের নুসরাতের সঙ্গে দেখা যাবে জিৎকে

ফের নুসরাতের সঙ্গে দেখা যাবে জিৎকে

বিনোদন ডেস্ক : বাদশা ছবিতে নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছিলেন জিৎ। ফের নুসরাতের সঙ্গে দেখা যাবে জিৎকে। ছবির নাম ইন্সপেক্টকর নোটটি ক। ছবিটির পরিচালক ভারতের ওড়িশার অশোক পতি। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় হবে ছবিটি।

এর আগে বস টু ছবিটি রিলিজ মুক্তি পেয়েছিল। জিতের এই ছবিটি সাফল্যের মুখ দেখেছে। ছিলেন নুসরাতও। তবে নায়িকা হিসেবে নন। এবারে তিনিই নায়িকা। এতদিন অ্যাকশন হিরো হিসেবে জিৎকে দেখে এসেছে দর্শকমহল।

শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি কমেডি চরিত্রে অভিনয় করবেন তিনি। শুটিং হবে, ইট্যালি, রোম, ব্যাঙ্কক, বাংলাদেশ ও কলকাতায়।

পূজায় ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও সেটা পূজায় পাচ্ছে না। এ বছর পুজায় কলকাতায় মোট সাতটি ছবি মুক্তি পাচ্ছে। জিৎ চাইছেন না এর মধ্যে ছবি মুক্তি পাক। পূজার পরে মুক্তি দেওয়ার ভাবনা রয়েছে নির্মাতাদের।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে