বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান ২১ আগস্ট সোমবার স্থানীয় সময় বেলা ২টা ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইনসে প্রেসবেটিরিয়ান হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। রিচির মেয়ের নাম রাখা হয়েছে ইলমা রায়া মালিক। এরপর ঘরে ফিরেছেন কয়েকদিন বয়সী মেয়েকে নিয়ে।
আর এই ক’দিনের মধ্যেই চলে আসলো। ঈদ মানে আনন্দ। সে আনন্দ যেন ইলমা রায়া মালিকের আগমনে বেড়ে গেল অনেকটা। অন্তত রিচির ফেসবুক পোস্ট দেখে তাই মনে হলো। রিচি মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পরিবারের সাথে ইলমার প্রথম ঈদ। ‘ এসময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছাও জানান।
রিচি এখন আছেন যুক্তরাষ্ট্রে, তার স্বামীর কাছে। রাশেক মালিক নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা।
গত ১৩ আগস্ট নিউইয়র্কের করোনাতে রিচির বাসায় ‘বেবি সাওয়ার’ বা ‘সাতোশা’ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ছোট পর্দার তারকা টনি ডায়েস, রোমানা, নাট্য নির্মাতা সৈয়দ জামিম, রিচি ও রাশেকের পরিবারের সদস্য এবং বন্ধুরা।
এদিকে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী জানান, নায়করাজ রাজ্জাক আর রিচির জন্মদিন একই তারিখে, ২৩ জানুয়ারি। আর রাজ্জাক যেদিন মারা গেলেন, সেদিনই জন্ম হলো রিচির মেয়ে ইলমা রায়া মালিক। ব্যাপারটা তার কাছে কাকতালীয় বলে মনে হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস