বিনোদন ডেস্ক : এ সময়ের সকল তারকারই কম বেশি ফেসবুকে আইডি কিংবা ফ্যান পেইজ আছে। এতদিন জনপ্রিয় নায়ক রিয়াজের আইডি থাকলেও ফ্যান পেইজ ছিল না। তিনি তার ভক্তদের জন্য অবশেষে একটি পেইজ খুললেন।
এ বিষয়ে রিয়াজ বলেন, ‘নানা কারণেই ফ্যান পেজ চালু করা হয়নি। আমি আর দশজনের মতো নিজের প্রচারণা করতে চাই না। তবে এবার ভক্তদের অনুরোধে ফ্যান পেজ খুলতেই হলো।’
সম্প্রতি নাভানা ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন রিয়াজ। সেখানেই এ প্রসঙ্গে কথা বললেন তিনি। বলা যায় বিজ্ঞাপনের প্রচারণা দিয়েই নিজের ফ্যান পেজেরও প্রচারণা শুরু করলেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস