শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৩২:৫০

অানুষকা শর্মার ছবির শ্যুটিংয়ে সাহেব আলমের মৃত্যু

অানুষকা শর্মার ছবির শ্যুটিংয়ে সাহেব আলমের মৃত্যু

বিনোদন ডেস্ক: ‘পরি’ ছবির শ্যুটিং নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে অভিনেত্রী অানুষকা শর্মা। তবে, এবার অানুষকা শর্মার এই ছবির শ্যুটিং করতে গিয়ে প্রাণ হারালেন সেটের এক কর্মী। তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছেন। মৃত ওই কর্মীর নাম সাহেব আলম।

জানা গিয়েছে, ‘পরি’ ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় আসেন অানুষকা শর্মা। ভোজেরহাটের কোড়লবেড়িয়ায় ছবির শ্যুটিং চলছিল। সেই সময় আচমকাই শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন সাহেব। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ৩০বছর বয়সী ওই লাইটম্যান মুম্বাইয়ে থাকতেন বলে জানা গিয়েছে। পরি ছবিটির প্রযোজক অভিনেত্রী অানুষকা শর্মা নিজেই৷ একটি দৃশ্য শ্যুট করার সময় আচমকাই এই দুর্ঘটনাটি ঘটে।
এমটিনিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে